ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

দেশে বেড়েছে গম ও রডের দাম


নিউজ ডেস্ক
108

প্রকাশিত: ০৭ মার্চ ২০২২
দেশে বেড়েছে গম ও রডের দাম



বাংলাদেশে গমের চাহিদার একটি বড় অংশ পূরণ করা হয় রাশিয়া ও ইউক্রেন থেকে আমদানি করে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এ দুই উৎস থেকেই গম আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে বিশ্ববাজারেও গমের দাম বাড়ছে। শুধু গম নয়, রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের আরও কিছু পণ্যের সরবরাহ ও দামে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে উদ্বিগ্ন ইস্পাত খাতের ব্যবসায়ীরা। কারণ, রডের কাঁচামাল পুরোনো লোহার একটি বড় উৎস ইউক্রেন। সেখানে যুদ্ধ শুরু হওয়ার পর রডের দাম প্রতি টনে পাঁচ হাজার টাকা বেড়েছে। রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায়। এরপর পশ্চিমাদের উদ্যোগে আন্তর্জাতিক লেনদেনব্যবস্থা সুইফটের মাধ্যমে রাশিয়ার ১২টি ও বেলারুশের ২টি ব্যাংকের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে, যা কার্যকর হবে ১২ মার্চ। আবার ইউরোপের শীর্ষস্থানীয় জাহাজ পরিবহন সেবাদানকারী শিপিং লাইনগুলো রাশিয়া থেকে পণ্য আনা-নেওয়া বন্ধের ঘোষণা দিয়েছে। আর যুদ্ধের কারণে অনেক বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় ইউক্রেন থেকেও পণ্য আসছে না। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, রাশিয়া ও ইউক্রেন থেকে ২০২০-২১ অর্থবছরে ৮০ কোটি ডলারের পণ্য আমদানি হয়, যার মধ্যে বেশির ভাগই ছিল গম। এ ছাড়া মটর ডাল, সরিষা, পুরোনো লোহার টুকরা, সয়াবিন দানা ও রাসায়নিক আমদানি হয় দেশটি থেকে।
চট্টগ্রাম বন্দরের তথ্যে দেখা যায়, গত অর্থবছরে এই বন্দর দিয়ে ৫৪ লাখ ৫৫ হাজার টন গম আমদানি হয়। এর ২৬ শতাংশ এসেছে রাশিয়া থেকে। ইউক্রেন থেকে এসেছে ১৫ শতাংশ। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া গমের ৪১ শতাংশ আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। আমদানিকারকেরা জানান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ডসহ তৃতীয় দেশে ঋণপত্র খুলে রাশিয়া থেকে পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করায় তৃতীয় দেশগুলোর সরবরাহকারীরা জটিলতা এড়াতে ঋণপত্র (এলসি) নিচ্ছে না। যেসব ঋণপত্র নেওয়া হয়েছে এবং পণ্য জাহাজীকরণের অপেক্ষায় ছিল, সেগুলোও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক কমোডিটি এক্সচেঞ্জ মার্কেট শিকাগো বোর্ড ট্রেডের (সিবিওটি) হিসাব বলছে, সেখানে গত ২৮ ফেব্রুয়ারি গম বিক্রি হয় প্রতি টন ৩৪০ মার্কিন ডলারে। চার দিন পর গত শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ৪৯৫ ডলারে।
এদিকে পাইকারি বাজারে গমের দাম বেড়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান আর এম এন্টারপ্রাইজের মালিক শাহেদ উল আলম বলেন, বাজারে এখন রাশিয়া ও ইউক্রেনের গম নেই। বিক্রি হচ্ছে কানাডা ও ভারতীয় গম। যুদ্ধ শুরুর পর কানাডার গমের দাম প্রতি মণে ১০০ টাকা বেড়ে গতকাল ১ হাজার ৮২০ টাকায় উঠেছে। তিনি বলেন, ভারতের গমের দাম প্রতি মণে ১৬০ টাকা বেড়ে ১ হাজার ২৬০ টাকায় দাঁড়িয়েছে।
অবশ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে থেকেই বাজারে আটা-ময়দার দাম বাড়ছিল। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা বলছে, গতকাল ঢাকায় খোলা আটা প্রতি কেজি ৩৪ থেকে ৩৬ টাকা দরে বিক্রি হয়, এ দর এক বছর আগের তুলনায় ১৩ শতাংশ বেশি। আর প্যাকেটজাত আটা বিক্রি হয় প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা দরে। এর দর এক বছরে বেড়েছে ২৫ শতাংশ। বেড়েছে ময়দার দামও। টিসিবি বলছে, এক বছর আগের তুলনায় এখন খোলা ময়দার দাম ৩৯ শতাংশ বেশি। বাজারে প্রতি কেজি খোলা ময়দা ৪৭ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মটর ডাল ও সয়াবিন রাশিয়া থেকে মটর ডাল আমদানির জন্য সম্প্রতি ঋণপত্র খোলে চট্টগ্রামের বিএসএম গ্রুপ। রোজার আগেই চালানটি দেশে পৌঁছানোর কথা। অবশ্য দুদিন আগে চালানটি বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে অনিশ্চয়তার কথা বিএসএম গ্রুপকে জানিয়ে দিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান। বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, সরবরাহকারী নোটিশ দিয়ে জানিয়েছে রাশিয়ায় ‘ফোর্স মেজার’ (অনিবার্য কারণ) জারি করা হয়েছে। অর্থাৎ চালানটি আনায় এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মটর ডালের বেশি ব্যবহার হয় পবিত্র রমজান মাসে। গত অর্থবছর দেশে সমুদ্রপথে ছয় লাখ টনের কিছু বেশি মটর ডাল আমদানি হয়। এর ১৩ শতাংশ এসেছিল রাশিয়া থেকে। ইউক্রেন থেকে আমদানি হয় ২ শতাংশ। বিশ্ববাজারে সয়াবিন সরবরাহকারী শীর্ষ ১০টি দেশের দুটি ইউক্রেন ও রাশিয়া। যুদ্ধ শুরুর পর সয়াবিনের বিশ্ববাজারেও প্রভাব পড়েছে। সিবিওটি বলছে, চার দিনে সয়াবিন বীজের দাম বেড়েছে ২ শতাংশ। যদিও বাজার আগে থেকেই আকাশছোঁয়া ছিল। শীর্ষস্থানীয় ভোজ্যতেল আমদানিকারক টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার প্রথম আলোকে বলেন, করোনার প্রভাবে বিশ্ববাজারে দাম বাড়তি ছিল। এর মধ্যে যুদ্ধের পর রাশিয়া ও ইউক্রেন থেকে সরবরাহ বন্ধের চাপ পড়েছে বিশ্ববাজারে।

আরও পড়ুন:

বিষয়: