টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ
নিউজ ডেস্ক
108
প্রকাশিত: ০৩ মার্চ ২০২২
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। এবার ঢাকায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি মিশন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান।বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত পরশু টিম হোটেলে একটি সভা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান বসেছিলেন টিম ম্যানেজমেন্টের সঙ্গে। স্বভাবতই গুরুত্ব পেয়েছে টি-টোয়েন্টি সিরিজের ভাবনা। তো, সেই সভায় নাঈম শেখ নাকি মুনিম শাহরিয়ার হবেন লিটন দাসের উদ্বোধনী জুটি—সেটি নিয়ে আলোচনা হয়েছে। এক পক্ষের ভোট পড়েছিল নাঈমের বাক্সে। কিন্তু তিনি ফর্মে নেই। তার ওপর বিপিএলে বিধ্বংসী ব্যাটিং দিয়ে দল গঠনে দণ্ডমুণ্ডের কর্তাদের মন মুনিমই পেয়েছেন বলে খবর।
লিটনের সঙ্গে আজ মুনিম শাহরিয়ারেরই বাংলাদেশ ইনিংস শুরু করার কথা। তাতে আরেকটি আন্তর্জাতিক টুপি বিতরণ হবে ম্যাচ শুরুর আগের ‘টিম হাডলে’। বিপিএলের মতো আজ আফগানিস্তানের বিপক্ষেও ব্যাটকে তরবারির মতো চালাবেন মুনিম, আশায় বুক বাঁধবেন দর্শকরা। এদিকে মুশফিকুর রহিম চোটে পড়ায় গতকাল দলে যুক্ত করা হয়েছে নুরুল হাসান সোহানকে।
একনজরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
মাহমুদ উল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, নাঈম শেখ ও নুরুল হাসান সোহান।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪