পাপন বলেছেন 'খেলবে'; সাকিব বললেন 'পরে জানাব'
নিউজ ডেস্ক
103
প্রকাশিত: ০২ মার্চ ২০২২
সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা আর কাটছে না। আইপিএলে খেলার জন্য আসন্ন সফরে টেস্ট খেলতে চাননি সাকিব। কিন্তু আইপিএলে তিনি দল পাননি। পরিবর্তিত পরিস্থিতিতে সাকিব টেস্ট খেলবেন কি না এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইতিবাচক মন্তব্য করেছিলেন।
কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই সাকিব বললেন, এ বিষয়ে তিনি যথাসময়ে জানাবেন।
প্রোটিয়া সফরের আগে বাংলাদেশের খেলা ২৬ টেস্টের মাঝে সাকিব মাত্র আটটিতে খেলেছেন! আজ মঙ্গলবার রাজধানীতে একটি পণ্যের প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব। সেখানে উপস্থিত সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন কি না সে ব্যাপারে। জবাবে সাকিব বলেন, 'আপনার তো জানতে চান (আমি খেলব কি না).... এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। '
এর আগে গতকাল সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, 'হ্যাঁ। ও তো ওডিআই খেলতে যাচ্ছে। টেস্ট খেলবে না! এটা কি বললেন? চলে আসবে? ও খেলবে। আমার ধারণা খেলবে। শোনেন, আজকে খেলা শেষে দূর থেকে একটা কথা হয়েছে। কাছাকাছি তো যেতে পারি না। আমি ওকে বললাম, দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে এসে তোমার সঙ্গে কথা আছে। ও একটু হেসে বলল, আপনি যা বলেন। আমার কথা হচ্ছে ও খেলবে। '
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪