কিউইদের বিপক্ষে সিরিজ ভাগাভাগি প্রোটিয়াদের
নিউজ ডেস্ক
107
প্রকাশিত: ০১ মার্চ ২০২২
প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকা। হেরেছিল এক ইনিংস ও ২৭৬ রানের বিশাল ব্যবধানে। দ্বিতীয় টেস্টে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। ১৯৮ রানের বড় ব্যবধানে জিতে দুই ম্যাচের সিরিজ ড্র করল প্রোটিয়ারা।
দ্বিতীয় টেস্টে জিততে নিউজিল্যান্ডের করতে হতো ৪২৬ রান। ৪ উইকেটে ৯৪ রান নিয়ে টেস্টের পঞ্চম ও শেষ দিন শুরু করে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত তারা গুটিয়ে যায় ২২৭ রানে। ফলে ১৯৮ রানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ডিন এলগাররা। টেস্টের বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের মাটিতে পরপর দু'টি টেস্ট সিরিজ জিততে ব্যর্থ হলো। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র করেছিল, এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও একই ফল।
দ্বিতীয় ইনিংসে কিউই ইনিংসের সবচেয়ে সফল ব্যাটার ছিলেন কনওয়ে। ১৩টি বাউন্ডারির সাহায্যে ১৮৮ বলে ৯২ রান করেন তিনি। ব্লান্ডেলের ব্যাট থেকে আসে ৪৪ রান। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া কাগিসো রাবাদার দ্বিতীয় ইনিংসে শিকার ৩টি উইকেট। ৩টি করে উইকেট নিয়েছেন মার্কো জানসেন ও কেশব মহারাজও।
দুই ইনিংস মিলিয়ে ৮টি উইকেট নেওয়ার পাশাপাশি ৫৩ রান করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন রাবাদা। দুই ম্যাচে ৫৮ রান ও ১৪টি শিকার করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪