তেল ক্রয় বাড়াচ্ছে এশিয়া, সরবরাহ নিয়ে উদ্বেগ
নিউজ ডেস্ক
115
প্রকাশিত: ০১ মার্চ ২০২২
ইউক্রেনে রাশিয়ার হামলা এবং রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অব্যাহতভাবে বাড়ছে দামও। এ অবস্থায় এশিয়ার ক্রেতারা সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো থেকে আরো বেশি তেল আমদানির চেষ্টা চালাচ্ছে। সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানিকারক অঞ্চল এশিয়া।
বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব আর দ্বিতীয় রাশিয়া।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক ব্যবসায়ীর সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, মে মাসে জ্বালানি তেলের যেসব চালান আসবে সেগুলোর ব্যাপারে এশিয়ার ক্রেতারা সৌদি আরমকোর কাছে খোঁজখবর নিচ্ছে। এপ্রিলে যেসব চালান আসবে এরই মধ্যে সেগুলোর চাহিদা বেড়ে গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেসব চালানের কার্গো ঠিক করা হবে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। অথচ তেল ও গ্যাস রপ্তানির মাধ্যমে রাশিয়া যে অর্থ আয় করে, সেই অর্থ আদায়ে দেশটি সুইফটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এ অবস্থায় তেল আমদানির অর্থ পরিশোধ করা নিয়ে যেমন সমস্যায় পড়তে হবে, এর পাশাপাশি কার্গোগুলোও রাশিয়ার তেল পরিবহনে সম্মত হচ্ছে না। এ অবস্থায় ইউরোপ ও এশিয়ার দেশগুলোর রাশিয়ার তেল ক্রয় কঠিন হয়ে পড়বে।
ব্লুমবার্গকে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, এশিয়ার অন্তত চার ক্রেতা দেশ মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি বাড়ানোর চেষ্টা করছে। তারা আগামী মে মাসের কার্গোতে বাড়তি তেল আনতে চায়। এ ক্ষেত্রে তারা চুক্তির শর্ত কাজে লাগাবে কিংবা স্পট মার্কেট থেকে কিনবে। রাশিয়ার অপরিশোধিত তেলের বিকল্প হিসেবে তারা বাড়তি যে মানের তেল ক্রয়ের চেষ্টা চলাচ্ছে তার মধ্যে রয়েছে—আবুধাবির মারবান, সৌদি আরবের আরব এক্সট্রা লাইট, ইরাকের বাশরাহ মিডিয়াম এবং আরব লাইট ইত্যাদি।
ব্যবসায়ীরা জানান, ইউরোপীয় দেশগুলো রাশিয়ার তেলের অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল, নর্থ সি এবং পশ্চিম আফ্রিকার তেল ক্রয় করবে। ফলে এশিয়ার বাজারে সরবরাহ স্বল্পতা তৈরি হবে। এ অবস্থায় এশিয়ার ক্রেতারা আরব দেশগুলো থেকে আরো বেশি পরিমাণ জ্বালানি তেল ক্রয়ের চেষ্টা চলাচ্ছে।
ইন্টারেক্টিভ ইনভেস্টরের বিনিয়োগবিষয়ক প্রধান ভিক্টোরিয়া স্কলার বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তেলের সরবরাহ বিঘ্ন হতে পারে এমন উদ্বেগ তৈরি হয়েছে। এ ছাড়া রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞায় তেল ও গ্যাস উভয় বাজারেই প্রভাব পড়বে। কারণ রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ তেল রপ্তানিকারক ও বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪