এফডিসিতে এক মিনিটের জন্য ৩ লাখ খরচ!
নিউজ ডেস্ক
95
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২
ঢাকাই চলচ্চিত্রের একটি এক মিনিটের দৃশ্যের জন্য ৩ লাখ টাকা খরচ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের এই চলচ্চিত্রটি দীর্ঘদিন, দীর্ঘ সময় ধরেই শুটিং করা হচ্ছে।
শুটিং চলাকালীন মাঝে মধ্যেই এর বিভিন্ন অংশ নিয়ে গণমাধ্যমে খবর হচ্ছিল। অপু বিশ্বাস ও জয় চৌধুরী এই ছবির গানের শুটিংয়ে অংশ নিয়ে গিয়ে গায়ে কাদা মেখে জ্বরে পড়েনতখন বেশ আলোচনা তৈরি হয়েছিল।
এর আগে রাধা ও কৃষ্ণের চরিত্রে গানের শুটিংয়ে অংশ নেন অপু ও জয়। এই গানের দৃশ্যায়ণও নিয়েও কম আলোচনা হয়নি। এবার একটি গানের দৃশ্যায়নের ব্যয় নিয়ে ‘প্রেম প্রীতির বন্ধন’ আলোচনায় এলো। সিনেমাটির একটি গানের মাত্র এক মিনিটের দৃশ্যের জন্য ৩ লাখ টাকা খরচ করেছেন প্রযোজক।
এফডিসির ঝর্ণা স্পটে এই গানের দৃশ্য ধারণ করা হয়। যার সামনবে অনেকটা তাজমহল আকৃতির একটি মসজিদ রয়েছে। এখানেই ছবির গানের দৃশ্য ধারণ করতে মোটা অংকের টাকা খরচ হয়েছে জানিয়ে অভিনেতা জয় চৌধুরী বলেন, ‘অনেকদিন ধরে ঝর্ণা শুটিং স্পট পড়ে ছিল। সেটি সংস্কার করে শুটিং উপযোগী করে আমরা দৃশ্য ধারণ করেছি। এর জন্য ব্যয় করতে হয়েছে তিন লাখ টাকার বেশি। ’
জানা গেছে এই ছবিতে পাগল মন নামে একটি গান রয়েছে। আলো ঝলমলে রঙিন দুনিয়ায় গানের এক মিনিটের একটু দৃশ্য ধারণ করতে হবে। যার ফলে ঝর্ণা স্পট নতুন করে সাজানো হয়। চোখ ধাধানো এই সেট বানিয়েছেন ফরিদ হোসেন। কোরিওগ্রাফি করছেন এ কে আজাদ।
আগামী ঈদেই ‘প্রেম প্রীতির বন্ধন’ মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রযোজক। অপু-জয় ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪