বঙ্গবন্ধু শিল্পনগরে ২৩ হাজার মানুষের কর্মসংস্থানের আশা
নিউজ ডেস্ক
104
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে প্রথমবারের মতো দেশি-বিদেশি চারটি প্রতিষ্ঠানের সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্র, চীন ও শ্রীলঙ্কার মালিকানাধীন তিনটি এবং বাংলাদেশি একটি প্রতিষ্ঠানে সঙ্গে শনিবার ঢাকার বেপজা কমপ্লেক্সে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠানগুলো গার্মেন্ট, গার্মেন্ট অ্যাকসেসরিজ, ক্যাম্পিং ইকুইপমেন্টস ও শু অ্যাকসেসরিজ, তাঁবু উৎপাদনে ৫০ মিলিয়ন মার্কিন ডলার (৪৩০ কোটি টাকা) বিনিয়োগ করবে। যেখানে ২৩ হাজার ৪৫৩ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে বেপজা।
বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং ইউনিভোগ গার্মেন্ট কম্পানি লিমিটেডের পরিচালক জগাথ প্রিয়ান্থা, ফেংকুন কম্পোজিট ম্যাটেরিয়েল কম্পানি (বিডি) লিমিটেডের চেয়ারম্যান হি জেইকুন, ক্যাম্পেক্স (বিডি) লিমিটেডের প্রতিনিধি শাহাদাত মুশাররফ খান ও টেক্সট্রিম লেবেলস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম সিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে স্থাপিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘বিনিয়োগ আকর্ষণে বেপজার রয়েছে অনন্য চৌম্বকীয় শক্তি (ম্যাগনেটিক পাওয়ার), যা প্রকৃতপক্ষে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। বেপজা শুধু বৈশ্বিক অর্থনীতির সঙ্গেই আমাদের যুক্ত করছে না পাশাপাশি দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সাহায্য করছে। ’
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি বলেন, ‘দেশের রপ্তানিমুখী শিল্পকে সেবাদানের ৪০ বছরের অর্জিত অভিজ্ঞতা, সক্ষমতা, দক্ষতা এবং পেশাদার উৎকর্ষকে পুঁজি করে বেপজা বর্তমানে দেশের অন্যতম একটি সফল সংস্থা। বিনিয়োগকারীদের আস্থা বেপজাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত করেছে। ’
বেপজার নির্বাহী চেয়ারম্যান আরো বলেন, ‘বেপজা অর্থনৈতিক অঞ্চলে নির্মিতব্য ৫৩৯টি শিল্প প্লটের বিপরীতে আমরা ৬৪৩টির জন্য আবেদন পেয়েছি, যা খুবই আশাব্যঞ্জক। প্রথম পর্যায়ে প্রস্তুত ১৬০টি শিল্প প্লটের বিপরীতে ৮১টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে ছয়টি প্রতিষ্ঠানকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষরিত হলো। ’
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বেপজা দক্ষতার সঙ্গে সফলভাবে ইপিজেডগুলো পরিচালনা করছে, যা বেজার জন্যও অনুপ্রেরণা। বেজা ও বেপজা যৌথভাবে ভবিষ্যতে দেশের উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনেত আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান এবং নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান, পিবিজিএমসহ বেপজা এবং ইপিজেডের বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪