রপ্তানী বাড়ায় মুনাফায় ফিরেছে ইয়াকিন পলিমার
নিউজ ডেস্ক
100
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২
ইয়াকিন পলিমার লিমিটেড লোকসান থেকে মুনাফায় ফিরেছে। চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫০ টাকা; যেখানে আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ০.৫৬ টাকা।
অর্থাৎ চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) ১৮৯ শতাংশ মুনাফা বেড়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৪ টাকা। যদিও আগের অর্থবছর একই সময়ে লোকসান ছিল ০.১২ টাকা।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছরে কোম্পানির উৎপাদন বন্ধ থাকায় লোকসানে পড়ে কোম্পানির কর্তৃপক্ষ। তবে সম্প্রতি করোনা সংসক্রমণ কমায় উৎপাদন বৃদ্ধি ও আগের সময়ে চেয়ে পণ্য রপ্তানী বাড়ায় মুনাফায় ফেরে।
ইয়াকিন পলিমার লিমিটেডের বিশেষ একটি সূত্র সোমবার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে।
তবে করোনা পরবর্তী সময়ে তূলনামূলক কি পরিমাণ উৎপান বেড়েছে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। সর্বশেষ অর্ধবার্ষিক প্রতিবেদনে ১৮৯ শতাংশ মুনাফা বাড়িয়ে চমক দেখিয়েছে কোম্পানিটি।
প্রতিবেদন অনুসারে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। কোম্পানটির দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর ২০২১ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা দেখানো হয়েছে। এর আগের বছরের একই সময় অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে শেয়ারটির লোকসান ছিল ১২ পয়সা।
‘বিনিয়োগ সহায়ক পরিবেশ পাওয়ায় গত ছয় মাসে ভাল ব্যবসা করেছে ইয়াকিন পলিমার’ বলে রবিবার, ১৩ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।
ডিএসই জানায়, দ্বিতীয় প্রান্তিকে ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫০ পয়সা; যা গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৬ পয়সা। অর্থাৎ গত ছয় মাসে আগের বছরের একই সময়ে তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ১ টাকা ৬ পয়সা এবং সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১ টাকা ৬২ পয়সা।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪