ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

নিপুণ আদালতের আদেশ অমান্য করে চেয়ারে বসেছেন


নিউজ ডেস্ক
107

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২
নিপুণ আদালতের আদেশ অমান্য করে চেয়ারে বসেছেন



অভিনেতা জায়েদ খান অভিযোগ করেছেন অভিনেত্রী আদালতের আদেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে বসেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠের সঙ্গে এ আলাপকালে এ অভিযোগ করেন তিনি। জায়েদ বলেন, ‘‘সাধারণ সম্পাদক পদে দায়িত্বে বসা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে ওই পদে ‘স্থিতাবস্থা’ দিয়েছেন আদালত। ১৩ তারিখ পর্যন্ত আদালত ‘স্থিতাবস্থা’ দিয়েছেন, তারা কি এর মানে জানে না?’’ তবে জায়েদের এ অভিযোগ প্রসঙ্গে সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলছেন ভিন্ন কথা।সাইমন বলেন, ‘অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। আসলে উচ্চ আদালত জায়েদ খান ভাইয়ের রিটের রায় স্থগিত করেছে। ফলে নিপুণ আপু সাধারণ সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন। ’ বৃহস্পতিবার বিকেল ৩টায় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে চেয়ারে বসেছেন নিপুণ আক্তার। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূরসহ অনেকে। এ বিষয়ে নিপুণের বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলে তাঁর ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। আজ চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের নেতারা সাধারণ সম্পাদক হিসেবে বরণ করে নিয়ে নিপুণকে মিষ্টি মুখ করান। নিপুণের টেবিলে সাধারণ সম্পাদক হিসেবে নেম প্লেটও রাখা হয়। অভিনেত্রী ও সাংগঠনিক সম্পাদক শাহনূরের জন্মদিনও পালন করা হয় এদিন।
নিপুণকে ১৮ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো ও মিষ্টিমুখ করে সাধারণ সম্পাদক হিসেবে বরণ করে নেওয়া হয়েছে জায়েদ বিস্ময় প্রকাশ করে বলেন, ‘তারা কি আইন কানুনের উর্ধ্বে চলে গেছে? এটা কিসের বহিঃপ্রকাশ? ক্ষমতা? কোন ক্ষমতা বলে নিপুণ এসব করছেন, যারা সাধারণ মানুষ তারা একটু ভাবলেই বুঝবেন গায়ের জোরে এসব করা হচ্ছে, যেমনভাবে শত শত বহিরাগত এনে কথিত আপিল বোর্ড বানিয়ে নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন নিপুণ। ’ জায়েদ বলেন, ‘ওই আপিল বোর্ডের নির্দেশনা আর একজন সাধারণ মানুষের নির্দেশনা একই ব্যাপার। যাই হোক আদালত একটা বিষয় নিয়ে আদেশ দিয়েছেন তারা সেটা মানছেন না। বুঝলাম না তারা কি আদালতের আদেশ বোঝেন না? আমি আর  বিষয়ে কথা বলবো না, মহামান্য আদালত যা বলার বলবেন। গতকালের (বুধবার) আদেশ পর্যালোচনা করে দেখা যায়- বিচারক বুধবার আদালতে বলেন,  ‘এই কয় দিন (১৩ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত চার দিন) কিচ্ছু হবে না। কেউ ঢুকবেও না, আমি বলে দিচ্ছি। ’ অর্থাৎ রবিবার পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক পদে কেউই দায়িত্ব পালন করতে পারবেন না। নিপুণকে ফোনে পাওয়া না গেলেও বিষয়টি নিয়ে কথা বলেন সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক। তিনি বলেন, ‘জায়েদ খান ভাইয়ের রিটের রায় স্থগিত করেছে। ফলে নিপুণ আপু সাধারণ সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন। কারণ জায়েদ ভাইয়ের রিটের আগে আপিল বোর্ডের রায়ে আপুই সাধারণ সম্পাদক হয়েছিলেন। আমরা সেই পুরনো রায়ই মেনে নিয়ে অফিস করছি। ’

আরও পড়ুন:

বিষয়: