পাঁচ বছরের জন্য সব রপ্তানি খাতে অভিন্ন করহার দাবি
নিউজ ডেস্ক
109
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২
পাঁচ বছরের জন্য সব রপ্তানিমুখী খাতে অভিন্ন করহার দাবি করেছে ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)। একই সঙ্গে এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় এনবিআরে পৃথক শক্তিশালী গবেষণা সেল স্থাপন করার পরামর্শও দিয়েছে সংগঠনটি।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ২০২২-২০২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এমসিসিআই এসব প্রস্তাবনা দেয়। আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বাজেট প্রস্তাবনায় এমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘রপ্তানির ওপর ট্যাক্স ০.৫ শতাংশ হয়। প্রতিবছর এ নিয়ে একটি কনফিউশন হয়। এটি একবার বাড়ানো হয়, একবার কমানো হয়। আপনারা আমাদের বলে দিন পাঁচ বছরের জন্য সব রপ্তানিমুখী খাতের একটা নির্দিষ্ট ট্যাক্স রেট হবে। নির্দিষ্ট ট্যাক্স রেট দিন, আমরা এক্সপোর্টকে ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যাব। ’
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যারিস্টার নিহাদ কবিরসহ অন্য নেতারা বক্তব্যে দেন। এমসিসিআই সভাপতি বলেন, ‘বাংলাদেশ গত দুই বছর ধরে কম্পানির করপোরেট ট্যাক্সের হার কমিয়ে আনলেও তা এখনো প্রতিবেশী দেশ ভারত কিংবা অন্যতম প্রতিযোগী দেশ ভিয়েতনামের চেয়ে বেশি। ’ তিনি বলেন, ‘বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ওই সব দেশের করহারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের করপোরেট করহার কমিয়ে আনা প্রয়োজন। ’ এদিকে বিদেশে পাঠানো পরামর্শক ফি, টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট ফির বিপরীতে উৎস কর কমানোর প্রস্তাব দিয়েছে ফিকি।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪