ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

ডিজিটাল ঋণ দেবে ডানা ফিনটেক ও মার্চেন্ট বে


নিউজ ডেস্ক
108

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২
ডিজিটাল ঋণ দেবে ডানা ফিনটেক ও মার্চেন্ট বে



তৈরি পোশাক খাতের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) কারখানাগুলোকে সহজ ও ঝামেলাহীনভাবে ডিজিটাল ঋণসেবা দিতে অংশীদারি চুক্তি করেছে ডানা ফিনটেক ও মার্চেন্ট বে। গতকাল সোমবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে মার্চেন্ট বে। এতে বলা হয়েছে, চুক্তিটির ফলে তৈরি পোশাক খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানাগুলোর চলতি পুঁজি ঋণসহায়তা (ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং) এবং ইনভয়েস ফাইন্যান্সিং–বিষয়ক (গ্রাহকদের কাছে থাকা বকেয়ার বিপরীতে দেওয়া ঋণ) আর্থিক সেবা পাওয়া সহজ হবে। এ ছাড়া ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কারখানার শ্রমিকদেরও বিভিন্ন আর্থিক সুবিধার আওতায় আনা সম্ভব হবে। চুক্তি অনুসারে, এমবেডেড ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ডানা ফিনটেকের নিজস্ব ঋণ প্রদান পদ্ধতি ব্যবহার করে বিটুবি মার্কেটপ্লেস সেবাদানকারী প্রতিষ্ঠান মার্চেন্ট বে তৈরি পোশাক খাতের এসএমই ব্যবসায়ীদের ক্রেডিট স্কোর তৈরি করবে। এর মাধ্যমে ব্যবসায়ীরা সরাসরি সহযোগী ব্যাংকগুলোর কাছে এসএমই ঋণ ও ইনভয়েস ফাইন্যান্সের আবেদন করতে পারবেন। আর তথ্যভিত্তিক ইনসাইটের মাধ্যমে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও সহজে ডিজিটাল ঋণ দিতে পারবে। বিটুবি প্ল্যাটফর্ম মার্চেন্ট বে তৈরি পোশাক খাতের বিক্রয়, বিপণন ও ক্রয়াদেশ পরিচালনা করে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটি তৈরি পোশাক খাতের তিন শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানার সঙ্গে যুক্ত আছে। ব্যাংক ও নেটওয়ার্ক অংশীদারদের জন্য এমবেডেড ঋণ প্রদানের কাজ করে ডানা ফিনটেক। আর্থিক প্রতিষ্ঠানগুলো ডানার ডিজিটাল ক্রেডিট স্কোরিং এপিআই, বিএনপিএল ইঞ্জিন ও ডিজিটাল আন্ডাররাইটিং ইঞ্জিনের সুবিধা নিয়ে ডিজিটাল ঋণ ও বিএনপিএল সেবা দিয়ে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটি তিনটি নেটওয়ার্ক পার্টনার এবং দুটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন:

বিষয়: