বিপিএল ইতিহাসের প্রথম টেম্পারিং বিতর্ক
নিউজ ডেস্ক
106
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২
এর আগে নানা কারণেই নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফিক্সিং বিতর্ক থেকে শুরু করে অব্যবস্থাপনা ও টুর্নামেন্ট শুরুর পর নিয়ম বদলানো- কী হয়নি বিপিএলে! তবে এত দিন যে কালি আসরের গায়ে লাগেনি কখনোই, সেটি এবার লাগল বিপিএল ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ বিদেশি ক্রিকেটার রবি বোপারার জন্য।
সিলেট সানরাইজার্সের এই ইংলিশ অলরাউন্ডার নেতৃত্ব পাওয়ার পর প্রথম ম্যাচেই বল টেম্পারিং করে হাতেনাতে ধৃত হলেন। এর শাস্তিও হলো সঙ্গে সঙ্গেইখুলনা টাইগার্সের পক্ষে পেনাল্টি দেওয়া হলো ৫ রান। বিপিএলের আট আসর মিলিয়ে বল বিকৃত করে কারো ধরা খাওয়া এবং শাস্তি পাওয়ার এটিই প্রথম ঘটনা।
এবারের বিপিএলের চট্টগ্রাম পর্বে মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে কম বিতর্কের মুখে পড়েনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে মোসাদ্দেক হোসেনের জায়গায় সানরাইজার্সের অধিনায়কত্ব বোপারাকে দেওয়া নিয়েও প্রশ্নের অবকাশ আছে যথেষ্টই। কারণ আগের ম্যাচেই একাদশ থেকে বাদ পড়েছিলেন ২০১৩ সাল থেকে বিপিএল খেলে আসা এই ক্রিকেটার।
বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৬৬ ম্যাচ খেলা বোপারা টানা ৪ ম্যাচে বাজে পারফরম করার পর একাদশে জায়গা হারিয়েছিলেন। ফিরলেন কিনা অধিনায়ক হিসেবেই! ফিরেই টেম্পারিং বিতর্কে নিজেকে যেমন জড়ালেন, তেমনি দলকেও। টস জিতে সিলেট বোলিং নেওয়ার পর নবম ওভারে প্রথম আক্রমণে আসেন বোপারা।
ওই ওভারের তৃতীয় বল করার পরপরই মাঠের দুই আম্পায়ার তাঁর কাছ থেকে বল চেয়ে নেন। টিভি পর্দায়ও স্পষ্ট দেখা যায়, বাঁ হাত দিয়ে আড়াল করে ডান হাতের নখ দিয়ে বল খুঁটছেন বোপারা। আম্পায়াররাও পরীক্ষা করে পান বল বিকৃত করার প্রমাণ। তাই বল তো তাঁরা বদলে ফেলেনই, শাস্তি হিসেবে খুলনার স্কোরে ৫ রানও যোগ করা হয়।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪