ইউরোপে সরাসরি পণ্য পরিবহনে এগিয়ে যাবে পোশাকশিল্প
নিউজ ডেস্ক
98
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২২
চট্টগ্রাম-ইতালি রুটে প্রথম জাহাজ ‘সুঙ্গা চিতা’ ৯৮৩ একক কনটেইনার রপ্তানি পণ্য নিয়ে আজ সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম বন্দর থেকে রওনা দেবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং রপ্তানি খাতের প্রতিযোগিতায় সম্ভাবনাময় এই সার্ভিসের যাত্রা শুরু হবে। আশা করা হচ্ছে, ১৭ থেকে ১৯ দিনের মধ্যেই জাহাজটি ইতালির সালেরনো সমুদ্রবন্দরে পৌঁছবে।
অনেক সম্ভাবনার এই কনটেইনার জাহাজ সার্ভিস দেখতে গতকাল রবিবার চট্টগ্রাম বন্দরে যান বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ নেতা, বিদেশি ক্রেতা রিফ লাইন, জাহাজ পরিচালনাকারী রিলায়েন্স শিপিং, বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাতাঁরা সবাই নতুন জাহাজ সার্ভিসকে যুগান্তকারী হিসেবে বর্ণনা করে এর বিশাল সম্ভাবনা তুলে ধরেন এবং একই সঙ্গে চট্টগ্রাম বন্দর এগিয়ে যাওয়ার তথ্য তুলে ধরে বক্তব্য দেন।
বিজিএমইএর সভাপতি ফারুক হাসান চট্টগ্রাম-ইতালি রুটে কনটেইনার জাহাজ সার্ভিস চালুর উদ্যোগকে যুগান্তকারী উল্লেখ করে বলেন, ‘এর মধ্য দিয়ে দেশের তৈরি পোশাক শিল্প বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। আমরা চাই এই সার্ভিসের ধারাবাহিকতা থাকুক।
করোনা মহামারির সময়ে চট্টগ্রাম বন্দর দিয়ে তৈরি পোশাক পাঠাতে আমাদের কোনো সমস্যা হয়নি। চট্টগ্রাম বন্দর কার্যক্রম অনেক গতিশীল হয়েছে। তবে কাস্টমস ও বন্ড নিয়ে কিছু সমস্যা আছে, যেগুলো আমরা রাজস্ব বোর্ডের সঙ্গে আবারও কথা বলব। ’
বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা বলেন, ইউরোপে বাংলাদেশি পোশাকের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। চট্টগ্রাম-ইতালি সার্ভিস সেই বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশ-ইতালির মধ্যে সম্পর্ক জোরদার হবে।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস স্টুয়ার্ড হুইটলে বলেন, ‘চট্টগ্রাম-ইতালি সার্ভিসের মাধ্যমে একটি সুষ্ঠু বাণিজ্যিক পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে ইউরোপের বাজার ধরতে সহযোগিতা করবে এই সার্ভিস। ’
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহাজাহান বলেন, ‘শিপিং এই রুটে আগ্রহ প্রকাশের সঙ্গে সঙ্গেই আমরা অনুমোদন দিই। আর জাহাজটিকে দ্রুত জেটিতে ভিড়তে অন অ্যারাইভাল বার্থিং সুবিধা দিই, যাতে কোনো অপেক্ষায় বসে থাকতে না হয়। নতুন সার্ভিস চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করবে। ’
জানা গেছে, ইতালির সালেরনো বন্দর থেকে প্রায় এক হাজার কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয় জাহাজটি। ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। সেখান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরের এনসিটি-৪ জেটিতে ভেড়ে দুপুর পৌনে ১টায়। আমদানি পণ্য নামানো শেষে জাহাজটিতে রাতেই রপ্তানি পণ্যের কনটেইনার তোলা শেষ হবে। এরপর আজ সেটি চট্টগ্রাম থেকে ইতালির উদ্দেশে রওনা দেবে। এর মধ্য দিয়ে চট্টগ্রাম-ইতালি সরাসরি কনটেইনার জাহাজ সার্ভিস শুরু হচ্ছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪