৩,১০৬ উদ্যোক্তা পেয়েছেন ৩০০ কোটি টাকার ঋণ
নিউজ ডেস্ক
99
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২২
এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণকৃত প্রণোদনা ঋণের গ্রাহকদের মধ্যে নারী উদ্যোক্তা ২৬ শতাংশ, পুরুষ উদ্যোক্তা ৭৪ শতাংশ। ঋণপ্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে ১ হাজার ৪৬২ জন ট্রেডিং খাতের। ১ হাজার ১৬৭ জন উৎপাদন ও ৪৭৭ জন সেবা খাতের। ৫০ শতাংশ উদ্যোক্তা ৫ লাখ টাকার কম ঋণ পেয়েছেন। যদিও চাহিদার তুলনায় এটা খুবই সামান্য। এমন ঋণ পাওয়া নারী উদ্যোক্তাও কম।
সংস্থাটি বলছে, করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং পল্লি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ কার্যকর ভূমিকা রাখছে।
এসএমই ফাউন্ডেশন প্রণোদনার ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য প্রথম দফায় ১২টি এবং দ্বিতীয় দফায় ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ঋণ বিতরণ চুক্তি সই করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স এবং লংকাবাংলা ফাইন্যান্স।
সংস্থাটি জানিয়েছে, প্রথম দফায় ২০২০-২১ অর্থবছরে ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৯২৫ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার মধ্যে ১০০ কোটি টাকা বিতরণ করা হয়। তখন উদ্যোক্তারা ৪ শতাংশ সুদে ঋণ পান। প্রথম দফায় ঋণের পরিমাণ ছিল সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত। তবে দ্বিতীয় দফায় আরও বেশি উদ্যোক্তাকে ঋণের আওতায় আনার লক্ষ্যে ঋণের সর্বোচ্চ সীমা ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়।
এসএমই ফাউন্ডেশন বলছে, প্রণোদনার টাকার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের চাহিদা আরও বেশি। কিন্তু অপ্রতুল তহবিলের কারণে তারা চাহিদা পূরণ করতে পারছে না। প্রণোদনা প্যাকেজের টাকা আরও দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪