ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

আর.এন স্পিনিংয়ের ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে নিরীক্ষকের শঙ্কা


নিউজ ডেস্ক
103

প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২
আর.এন স্পিনিংয়ের ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে নিরীক্ষকের শঙ্কা



শেয়ারবাজারে তালিকাভুক্ত আর.এন স্পিনিং মিলস আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। যা কোম্পানিটির ব্যবসাকেই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এ কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে নিরীক্ষক শঙ্কা প্রকাশ করেছেন। নিরীক্ষক জানিয়েছেন, কারখানায় অগ্নিকাণ্ডে কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে ৬০৭ কোটি ১১ লাখ টাকার নিট লোকসান হয়েছে। তবে বীমা কোম্পানিতে মাত্র ১৩২ কোটি ৪৬ লাখ টাকার সম্পদ ও মজুদ পণ্য বীমা করা ছিল। কিন্তু এখনো বীমা কোম্পানি থেকে বীমা সুবিধা পাওয়া যায়নি। এদিকে ২০২০-২১ অর্থবছরে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ৬ কোটি ৯৯ লাখ টাকা। যাতে করে ২০২১ সালের ৩০ জুন পূঞ্জীভূত লোকসানের (রিটেইন লস) পরিমাণ দাড়িঁয়েছে ৪৪৬ কোটি ৬৯ লাখ টাকায়। এরফলে কোম্পানিটিতে সম্পদের অপর্যাপ্ততা দেখা দিয়েছে। যে কোম্পানিটিতে শেয়ারপ্রতি নিট সম্পদ আছে মাত্র ১৫ পয়সা। কোম্পানিটির পূণ:রায় উৎপাদন কার্যক্রম চালু করার ক্ষেত্রে অর্থায়নের অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। এরমধ্যেও কোম্পানি কর্তৃপক্ষের ব্যবসা চালুর ইচ্ছা রয়েছে। তবে আর.এন স্পিনিংয়ের চলমান শোচণীয় দুরাবস্থার কারনে ভবিষ্যতে ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। উল্লেখ্য, ২০১০ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আর.এন স্পিনিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৯২ কোটি ৫৫ লাখ টাকা। এরমধ্যে ৭০ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে।

আরও পড়ুন:

বিষয়: