ইনফরমেশন সার্ভিসেসের ঝুঁকিতে ১.৪৭ কোটি টাকা
নিউজ ডেস্ক
98
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২২
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১ কোটি ৪৭ লাখ টাকা আদায় নিয়ে ঝুঁকি রয়েছে। তারপরেও কোম্পানি কর্তৃপক্ষ এ নিয়ে কোন সঞ্চিতি গঠন করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক।
ইনফরমেশন সার্ভিসেস কর্তৃপক্ষ কোন ধরনের সমন্বয় ছাড়াই দীর্ঘদিন ধরে আর্থিক হিসাবে মুজিবুল হক এবং অন্যান্য নামে ১ কোটি ৪৭ লাখ টাকা দেখিয়ে আসছে। যে অর্থ আদায়ে কোম্পানি কর্তৃপক্ষ মামলা দায়ের করেছেন। তবে ওই অর্থ আদায় নিয়ে সন্দেহ রয়েছে। যাতে করে পর্যাপ্ত সঞ্চিতি গঠন করা দরকার। তবে তারা কোন সঞ্চিতি গঠন না করে সম্পদ বেশি দেখিয়ে আসছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০১১ সালের নির্দেশনা অনুযায়ি, প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে উদ্যোক্তা/পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারনের বাধ্যবাধকতা রয়েছে। তবে ইনফরমেশন সার্ভিসেসে এই হার মাত্র ২১.৬২ শতাংশ।
ইনফরমেশন সার্ভিসেসের পরিচালনা পর্ষদ সভার সিদ্ধান্তের আলোকে গ্রাহকের কাছ থেকে পাওনার মধ্যে ৯ কোটি ২৯ লাখ টাকা হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। যে কারনে কোম্পানির নিট মুনাফা ও শেয়ারপ্রতি মুনাফায় (ইপিএস) বড় নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
উল্লেখ্য, ২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইনফরমেশন সার্ভিসেসের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০ কোটি ৯২ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৭৮.৩৮ শতাংশ। কোম্পানিটির শনিবার, ০৮ জানুয়ারি শেয়ার দর দাড়িঁয়েছে ৪২.২০ টাকায়।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪