ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

ডিএসই থেকে কোন কোম্পানির তালিকাচ্যুতির কারণসমূহ


নিউজ ডেস্ক
73

প্রকাশিত: ২৪ জুলাই ২০১৮
ডিএসই থেকে কোন কোম্পানির তালিকাচ্যুতির কারণসমূহ



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিষ্টিং রেগুলেশন,২০১৫ এর ৫১ (১) ধারায় কোনো কোম্পানিকে ডি-লিষ্টিং(ডিএসই থেকে তালিকাচ্যুতি) করার জন্য চারটি কারণ রয়েছে।
  • কোনো কোম্পানি যদি ৫ বছর ধরে ডিভিডেন্ড না দেয়,
  • যদি কোনো কোম্পানি টানা তিনটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হয়,
  • কোম্পানির স্বেচ্ছায় বা কোর্টের মাধ্যমে অবসায়ন করে,
  • যদি কোনো কোম্পানি  তিন বছর ধরে উৎপাদন বন্ধ থাকে
  • তিন বছর ধরে স্টক এক্সচেঞ্জের লিষ্টিং ফি পরিশোধ না করে তাহলে ডিএসই চাইলে কোম্পানিকে ডি-লিষ্টিং করতে পারে।
কিন্তু ডি-লিষ্টিং করার আগে এই আইনের ৫১ (৩) ধারায়ানুযায়ী, ডি-লিষ্টিংয়ের আগে কোম্পানিকে  শুনানীর    (কোম্পানির বক্তব্য প্রদানের) সুযোগ দিতে হবে।

আরও পড়ুন:

বিষয়: