ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

শীর্ষ ৮৫ শিল্পগ্রুপের সাথে ডিএসইর বৈঠক আজ


নিউজ ডেস্ক
102

প্রকাশিত: ২১ জানুয়ারীফেব্রুয়ারি ২০২১
শীর্ষ ৮৫ শিল্পগ্রুপের সাথে ডিএসইর বৈঠক আজ



পুঁজিবাজারে ভাল কোম্পানির সংখ্যা বাড়াতে দেশের প্রথম সারির বিভিন্ন শিল্পগোষ্ঠীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার, ২১ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই ভবনে এই বৈঠকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, দেশের সেরা ৮৫টি শিল্প গ্রুপের শীর্ষ ব্যক্তিদের আলোচিত বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে কিছু গ্রুপের এক বা একাধিক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত। এসব গ্রুপের আরও অনেক কোম্পানি আছে, যেগুলো ভাল পারফরম করছে, কিন্তু বাজারের বাইরে আছে। আবার বেশ কিছু ভাল গ্রুপ রয়েছে, যেগুলোর কোনো কোম্পানি-ই পুঁজিবাজারে আসেনি। বৈঠকে স্কয়ার গ্রুপ, সিটি গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, টি কে গ্রুপ, পারটেক্স গ্রুপ, ট্রান্সকম গ্রুপ, ইনসেপটা, ডিবিএল গ্রুপ, আনোয়ার গ্রুপ, নাসা গ্রুপ, উত্তরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপসহ ৮৫ শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে আমন্ত্রিতদের কাছে পুঁজিবাজার সম্পর্কে তাদের মতামত ও পর্যবেক্ষণ জানতে চাওয়া হবে। পুঁজিবাজারে তাদের মালিকানাধীন কোম্পানিকে তালিকাভুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা সমস্যা আছে কি-না এবং  সেগুলো দূর করতে করণীয় সম্পর্কে তাদের পরামর্শ চাওয়া হবে।

আরও পড়ুন:

বিষয়: