মুন্নু ফেব্রিক্সির আর্থিক হিসাবে আন্তর্জাতিক হিসাব মান লঙ্ঘন
নিউজ ডেস্ক
91
প্রকাশিত: ২০ জানুয়ারীফেব্রুয়ারি ২০২১
শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু ফেব্রিক্স কর্তৃপক্ষ ২০২০-২১ অর্থবছরের আর্থিক হিসাবে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন করেছেন। এছাড়া শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিচ্ছে না। এ নিয়ে আপত্তিকর মন্তব্য (কোয়ালিফাইড ওপিনিয়িন) করেছেন নিরীক্ষক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষক জানিয়েছেন, মুন্নু ফেব্রিক্স কর্তৃপক্ষ ২০২০-২১ অর্থবছরের আর্থিক হিসাবে ডেফার্ড ট্যাক্স হিসাব করেনি। এতে করে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১২ এর প্যারা ১৫ ও ২৪ পরিপালন করা হয়নি। এর মাধ্যমে কোম্পানির আয়-ব্যয়ের সঠিক তথ্য দেখানো হয়নি।
ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে (ডব্লিউপিপিএফ) মুন্নু ফেব্রিক্সে ১৫ লাখ ৮২ হাজার টাকা রয়েছে। এরমধ্যে আগের ২০১৯-২০ অর্থবছরের ১০ লাখ ৭০ হাজার টাকা অন্তর্ভূক্ত আছে।
কিন্তু ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, অর্থবছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে ফান্ড বিতরনের বিধান রয়েছে। কিন্তু ওই ফান্ড কর্মীদের মধ্যে বিতরন না করে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন মুন্নু ফেব্রিক্স কর্তৃপক্ষ। এছাড়া ওই ফান্ডের বিপরীতে সুদও গণনা করে না বলে জানিয়েছেন নিরীক্ষক।
উল্লেখ্য, ১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মুন্নু ফেব্রিক্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১১৫ কোটি টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৩.২১ শতাংশ। কোম্পানিটির রবিবার (১৯ ডিসেম্বর) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ২০.৩০ টাকায়।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪