অধিনায়কত্বও হারাতে যাচ্ছেন কোহলি
নিউজ ডেস্ক
93
প্রকাশিত: ০৩ জানুয়ারীজানুয়ারী ২০২১
টি-টোয়েন্টি থেকে সরে গেলেও ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের দায়িত্ব ধরে রাখার ইচ্ছা কোহলির। কিন্তু বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, বোর্ড তাঁর সে ইচ্ছা পূরণ করতে রাজি নয়।বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘বোর্ড খুব অসন্তুষ্ট। বিরাটের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে খুব বড় রকমের প্রশ্ন আছে। কিন্তু এখনো তিন ম্যাচ বাকি এবং যদি ভারত কোনোভাবে ঘুরে দাঁড়ায় ও পরের পর্বে উঠে যায়, তাহলে সবকিছু বদলে যেতে পারে। কিন্তু এখন যদি আমাকে বা অন্য কাউকে জিগ্যেস করেন, ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আছে।’
কোহলির বদলে রোহিত শর্মাকে কি দায়িত্ব দেওয়া হবে? এমন প্রশ্নে অবশ্য দ্বিধান্বিত সেই সূত্র, ‘এখনো কারও নাম বলার সময় হয়নি। বিশ্বকাপ আগে শেষ হতে দিন। রাহুল দ্রাবিড় হয়তো দলের কোচ হিসেবে যোগ দিতে পারে। এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা হবে। রোহিত না অন্য কেউ, নাকি বিরাটই চালিয়ে যাবেন, সবকিছুই পরে করা হবে। এমনও হতে পারে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একজন অধিনায়ক ও টেস্টে একজন থাকবে।’কোহলির অধীন এ নিয়ে চারটি আইসিসির টুর্নামেন্টে অংশ নিয়েছে ভারত। আগের তিনটি টুর্নামেন্টেই ব্যর্থ হয়েছে ভারত।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪