বড় দরপতন শেয়ারবাজারে
নিউজ ডেস্ক
88
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২১
এক দিন পরই আবার বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দিনভর সূচকের ওঠানামা থাকলেও লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭০ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ৭ হাজার ৫ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৭৩ পয়েন্ট।
সূচক কমলেও গত কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে ডিএসইতে। ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৭১ কোটি টাকার, যা গত কার্যদিবসের চেয়ে ৯৯ কোটি টাকা কম। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত আছে ২৬টির দর।
সাত কার্যদিবস ধরে একটানা সূচক কমার পর গত বৃহস্পতিবার সূচক বাড়ে ডিএসইতে। প্রধান সূচকটি ওই দিন ৫৫ পয়েন্ট বাড়ে। তবে আজ আবার কমেছে।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, ডেলটা লাইফ, এনআরবিসি ব্যাংক, জেনেক্স ইনফয়েস লিমিটেড, স্কয়ার ফার্মা, আইএফআইসি, বেক্সিমকো ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ও বিএটিবিসি।
দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম, ওরিয়ন ফার্মা, স্কয়ার টেক্সটাইল, এনআরবিসি ব্যাংক, ইউনিয়ন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, আরএকে সিরামিকস, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইস্টার্ন ইনস্যুরেন্স ও কেডিএস এক্সেসরিজ লিমিটেড।
অপর দিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত আছে ২১টির দর।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪