ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

আজ জিততে না পারলে বিদায়


নিউজ ডেস্ক
89

প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২১
আজ জিততে না পারলে বিদায়



টি২০ বিশ্বকাপে প্রথম ম্যাচেই হেরে গেছে বাংলাদেশ। টাইগারদের স্বপ্নের পালে বড় ধাক্কা দিয়েছে স্কটল্যান্ড। যে ধাক্কায় কেঁপে উঠেছে সতেরো কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয়। খোদ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও কেঁপে উঠেছেন, বলেছেন এভাবে খেললে হবে না! এক হারে সত্যি সত্যি কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের ভাগ্য। সুপার টুয়েলভে ওঠার ন্যূনতম আশা বাঁচিয়ে রাখতে আজ স্বাগতিক ওমানের বিপক্ষে জিততেই হবে, জিততে হবে রাউন্ড ওয়ানে পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে নিজেদের শেষ ম্যাচেও। উদ্বোধনী ম্যাচে পিএনজিকে উড়িয়ে দিয়ে টগবগ করে ফুটছে বিশ কাপের সহ-আয়োজক ওমান। অধিনায়ক জীসান মাকসুদ জানিয়েছেন, এখন যেকোনো কিছুই ঘটতে পারে। ‘বি’ গ্রুপে টেবিলের শীর্ষে আছে তারা, স্কটল্যান্ড দ্বিতীয় স্থানে। বাংলাদেশ বাকি দুটি ম্যাচে জিতলেও সমীকরণের মার-প্যাঁচে পড়তে হতে পারে। কারণ গ্রুপে এই তিন দলেরই আছে দুটি করে জয়ের সুযোগ। মাহমুদুল্লাহদের তাই শুধু জয় নয়, বড় জয়ের চিন্তা মাথায় নিয়ে মাঠে নামতে হচ্ছে। মাসকাটে টাইগারদের এমন ‘ডু অর ডাই’ ম্যাচটি শুরু রাত আটটায়। একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে স্কটিশদের প্রতিপক্ষ পিএনজি।
সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মতে, অমন ধাক্কার পর একদিনের ব্যবধানে ওমানকে মোকাবিলায় কেবল ব্যাটসম্যানদের সামর্থ্য নয়, ক্রিকেটারদের মানসিক শক্তিরও পরীক্ষা দিতে হবে। জিম্বাবুইয়ে সফর হয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে অনেকটা আত্মবিশ^াস নিয়ে বিশ কাপে পাড়ি জমায় বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হারলেও অনেকে সেটিকে পাত্তা দিচ্ছিলেন না। কিন্তু মূল মঞ্চে পা রাখার পর সেই ব্যাটিং ব্যর্থতাই বড় হয়ে সামনে উঠে আসছে। স্কটিশদের ৯ উইকেটে ১৪০ রানের জবাবে বাংলাদেশ থেমেছে ৭ উইকেটে ১৩৪ রানে। ওপেনিংয়ে চরম ব্যর্থ লিটন দাস (৫) ও সৌম্য সরকার (৫)। বল নষ্ট করা ঠুকঠকে ব্যাটিংয়ে চাপ বাড়িয়েছেন অভিজ্ঞ সাকিব আল হাসান (২৮ বলে ২০) ও মুশফিকুর রহিম (৩৬ বলে ৩৮)। আশা জাগিয়ে ব্যর্থ মাহমুদুল্লাহ (২২ বলে ২৩) এবং আফিফ হোসেন (১২ বলে ১৮)। অন্তত একটি ওভার প্রতিপক্ষ বোলারদের ওপর চার্জ করে খেলতে না পারার আক্ষেপে পোড়া বাংলাদেশ অধিনায়কের কাছে এমন ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যাই ছিল না,‘আমি খুবই হতাশ। শেষ দিকে নিয়ন্ত্রণ না থাকলে ওভার অল ম্যাচে বোলাররা বেশ ভালো করেছে। ব্যাটিংই আমাদের চিন্তার জায়গা। ব্যাটিংয়ে আমাদের ভালো করতে হবে। আমার মনে হয়, আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। পরিস্থিতি যাই হোক। আমাদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট গভীর। সাইফ উদ্দিন ৯ নম্বরে খেলে। আমার মতে, ও খুব ভালো ব্যাটসম্যান। হয়তো আমাদের ব্যাটিং লাইনআপে বা অন্য কিছুতে যদি কোনো পরিবর্তনের দরকার হয়, আমরা সেই চিন্তা করব।’ বলেন অধিনায়ক। কিন্তু বাস্তবতা হলো- ব্যাটিংয়ে পরিবর্তনের জায়গা খুব বেশি নেই। কারণ বাইরে আছেন কেবল ওপেনার নাইম শেখ এবং অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি। পরিবর্তনটা তাই হয়ত ওপেনিংয়েই আসতে পারে। ব্যাটিং অর্ডারে আফিফকে আরও ওপরে নিয়ে আসা হতে পারে। বোলিংয়ে ওভার প্রতি ৯.৩৩ রান দিয়ে ১ উইকেট নেয়া তাসকিনের জায়গায় দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। এক ধাক্কায় সুপার টুয়েলভের পথ কঠিন হয়ে গেলেও এ নিয়ে বেশি কিছু ভাবতে চান না অধিনায়ক,‘(মূল পর্ব নিয়ে শঙ্কা) ওরকম চিন্তা হচ্ছে না। অন্য কিছু না ভেবে পরের দুই ম্যাচে এখন আমাদের সেরা ক্রিকেট খেলার কথাই চিন্তা করতে হবে।’ বাংলাদেশ-ওমান এ পর্যন্ত একটিই টি২০ ম্যাচ খেলেছে, সেটি ভারতে অনুষ্ঠিত আগের বিশ^কাপে (২০১৬)। ধর্মশালায় রাউন্ড ওয়ানে ‘এ’ গ্রুপের সেই ম্যাচে ৫৪ রানের বড় ব্যবধানে জিতেছিল মাশরাফি বিন মর্তুজার দল। সেদিন ৬৩ বলে অপরাজিত ১০৩ রানের ঝড়ো সেঞ্চুরি হাঁকানো ওপেনার তামিম ইকাবল এবার নেই। ওমানের দলটা মূলত পাকিস্তান ও ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীদের নিয়ে গড়া। যারা কেউই পেশাদার ক্রিকেটার নন। তবে জীসান মাকসুদের নেতৃত্বে এই দলটা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। অধিনায়ক নিজে তুখোড় এক অলরাউন্ডার। পিএনজির বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয়ের ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। আছেন ৪২ বলে অপরাজিত ৭৩ রান করা ওপেনার জিতেন্দর সিং। পেসার কলিমুল্লাহর নামও বিশেষভাবে উল্লেখ করতে হবে।   মাসকাটে দিনের প্রথম ম্যাচে অবশ্য ফেবারিট হিসেবে মাঠে নামবে স্কটল্যান্ড। একে তো বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে কাইল কোয়েটজারের দল। তার ওপর প্রতিপক্ষ পিএনজি এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেছে। স্কটিশরা কি পারে, সেটি তারা প্রথম ম্যাচেই দেখিয়ে দিয়েছে। ওপেনিংয়ে অধিনায়কের সঙ্গে আছেন জর্জ মুনসে। টপ অর্ডারে ম্যাথু ক্রস, রিচি বেরিংটন। কালাম ম্যাকলিয়ড, মিচেল লিস্ক ও ক্রিস গ্রেভস দারুণ অলরাউন্ডার। বাংলাদেশ তো মূলত এই গ্রেভসের কাছেই হেরে গেছে।

আরও পড়ুন:

বিষয়: