ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

এগিয়ে গিয়েও পারল না বাংলাদেশ


নিউজ ডেস্ক
87

প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১
এগিয়ে গিয়েও পারল না বাংলাদেশ



খেলা শুরু ৯ মিনিটেই সুমন রেজার গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ। ম্যাচের ৮৮ মিনিটে পেনাল্টিতে গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরায় নেপাল। আর তাতেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে নেপাল। মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বুধবার একাদশে চারটি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। খেলার শুরুতে সুমন রেজা গোল করার পর ফাইনালের আশা জাগিয়ে তোলে বাংলাদেশ। কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকোর লালকার্ডে মুহূর্তেই বদলে গেল সবকিছু। ১৬ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা জাগিয়ে স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে ফিরল বাংলাদেশ। ১৬ অক্টোবেরর ফাইনাল খেলতে হলে জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু এই ড্রয়ে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগ থেকে ছিটকে গেল অস্কার ব্রুসনের দল। ৭ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠল নেপাল। মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় শুরু হওয়া ম্যাচের তখন নবম মিনিট। রাকিবকে ফাউল করায় ফ্রি-কিক পায় বাংলাদেশ।জামাল ভূঁইয়ার নেয়া ফ্রি-কিকটা ডিফ্লেক্ট হয়ে সিক্স ইয়ার্ডের সামনে পড়লে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে নেন সুমন রেজা।৮৮ মিটিনে পেনাল্টি থেকে নেপালকে সমতায় ফেরান অঞ্জন বিস্তা।

আরও পড়ুন:

বিষয়: