ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

ডিএসইর সিএফও’র পদত্যাগ


নিউজ ডেস্ক
93

প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২১
ডিএসইর সিএফও’র পদত্যাগ



দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও) পদ থেকে পদত্যাগ করেছেন আবদুল মতিন পাটোয়ারী। গত রবিবার, ৩ অক্টোবর ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। এক সময় ডিএসইর ‘সি’ লেভেল অর্থাৎ প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) পদ তিনটি চুক্তিভিত্তিক ছিল। তবে কিছু কর্মকর্তা প্রভাব খাটিয়ে তা স্থায়ী করে নেন। সম্প্রতি ডিএসইর পরিচালনা পর্ষদ এ তিনটি পদ ফের চুক্তিভিত্তিক করার সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতেই মতিন পাটোয়ারী পতদ্যাগপত্র জমা দিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। অবশ্য ডিএসইর এমডি বরাবর পাঠানো পদত্যাগপত্রে মতিন পাটোয়ারী ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। আর পদত্যাগের তারিখ নির্ধারণ করেছেন আগামী বছরের ১ জানুয়ারি। আব্দুল মতিন পাটোয়ারী ডিএসইতে সিএফও হিসেবে যোগ দেন ২০১৫ সালের ৬ আগস্ট। আগে ডিএসইর সিএফও পদ চুক্তিভিত্তিক থাকায় উচ্চ বেতনে ডিএসইতে যোগ দেন মতিন পাটোয়ারী। তবে, ২০১৬ সালে ডিএসইর ‘সি’ লেভেল অর্থাৎ সিএফও, সিওও ও সিটিও পদ তিনটি স্থায়ী করা হয়। চুক্তিভিত্তিক পদ স্থায়ী করা হলেও এ পদের কর্মকর্তাদের বেতন কাঠানো নতুন করে নির্ধারণ করা হয়নি। বরং নতুন করে তারা গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, আর্ন লিভ, ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড সুবিধা যুক্ত করা হয়।

আরও পড়ুন:

বিষয়: