ঢাকা সোমবার
০৯ সেপ্টেম্বর ২০২৪
১০ আগস্ট ২০২১

গ্রিজম্যানের নৈপুণ্যে লা লিগার শিরোপার দৌড়ে বার্সা


নিউজ ডেস্ক
322

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১
গ্রিজম্যানের নৈপুণ্যে লা লিগার শিরোপার দৌড়ে বার্সা



লা লিগার শিরোপার দৌড়ে ভালোভাবেই ফিরেছে বার্সেলোনা। রোববার রাতের ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে তারা। নিজেদের মাঠে ম্যাচের ২৬তম মিনিটে স্যামুয়েলের গোলে ২৬ মিনিটে এগিয়ে গিয়েছিল ভিয়ারিয়াল। তবে পরের মিনিটেই অসাধারণ চিপে সমতা ফেরান আঁতোয়ান গ্রিজম্যান। ৩৫ মিনিটে বিপক্ষের রক্ষণের ভুলে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিয়েজমানই। ৬৫ মিনিটে লিওনেল মেসেকি গুরুতর ফাউল করায় লালকার্ড দেখেন ভিয়ারিয়ালের মানু ত্রিগুয়েরেস। তবে ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা। বার্সার জয়ে দিনে হেরেছে শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ। ৩২ ম্যাচে অ্যাতলেতিকোর পয়েন্ট ৭৩, বার্সেলোনার ৭১ আর ৩৩ ম্যাচে রিয়াল মাদ্রিদের ৭১।

আরও পড়ুন:

বিষয়: