ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
১০ আগস্ট ২০২১

নিউজিল্যান্ড সফরে কঠোর করোনাবিধি মেনে চলছেন টাইগাররা।


নিউজ ডেস্ক
204

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১
নিউজিল্যান্ড সফরে কঠোর করোনাবিধি মেনে চলছেন টাইগাররা।



ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশটিতে পৌঁছেই কঠোর করোনাবিধি মেনে চলছেন টাইগাররা। উইলিয়ামসনদের দেশে পা রেখে প্রথম তিন দিন পুরো সময় নিজ নিজ কক্ষে আবদ্ধ ছিলেন তামিম-মিরাজরা। চতুর্থ দিন থেকে অবশ্য প্রতিদিন ৩০ মিনিট করে হাঁটাচলার সুযোগ পাচ্ছেন সবাই। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য পরিবেশটা একদম অচেনা। তিন দিনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মিরাজ বলেন, “তিন দিন পর আধা ঘণ্টা করে বের হওয়ার সুযোগ পেয়েছি। প্রথম দিন বের হয়ে মাথা একটু ঘুরছিল। ১০-১৫ মিনিট পর ঠিক হয়ে গেছে। তিন দিন বন্দী ছিলাম, মনে হচ্ছিল জেলখানায় আছি।” তরুণ এই অলরাউন্ডার আরো বলেন, “সারাদিন রুমে থাকতে তো ভালো লাগে না। তিনটা দিন একই রুমে কাটানো- এটা আমাদের জন্য অস্বস্তিকর। বাইরের আবহাওয়া মানিয়ে নেওয়ার পর ভালো লেগেছে। রুমে গিয়ে ফ্রেশ মনে হয়েছে। মাঠে যেতে পারলে ভালো লাগবে। কিছু জিম বা ওয়ার্কআউট করতে পারলে ভালো হত। সময়ও কেটে যেত, ফিটনেসও ভালো থাকতো।”

আরও পড়ুন:

বিষয়: