সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব নিতে প্রস্তুত মিরাজ
নিউজ ডেস্ক
205
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২১
সাকিব আল হাসান থাকলে চট্টগ্রাম টেস্টের গল্প অন্যরকম হতে পারতো- অনেক ক্রিকেট ভক্তের মতো বাংলাদেশ দলের ক্রিকেটারদেরও এমন বিশ্বাস। বাঁ ঊরুতে টান পড়ায় চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিন বিকেলে মাঠ ছাড়া সাকিবকে ছাড়াই বাকি তিন দিন খেলতে হয় বাংলাদেশকে। ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টেও তাকে দলে পাচ্ছে না বাংলাদেশ।
অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে না পেয়ে স্বভাবতই হা-হুতাশ চলছে বাংলাদেশ শিবিরে। বিশেষ করে সাকিবের বোলিং নিয়ে আফসোসের শেষ নেই বাংলাদেশের। ঢাকা টেস্টেও সাকিবকে ছাড়া লড়তে হবে ভেবে চিন্তা ভর করছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে। যদিও মেহেদী হাসান মিরাজ বলছেন, সাকিবের অনুপস্থিতিতে তাইজুল ইসলাম, নাঈম হাসানদের সঙ্গে নিয়ে দলকে পথ দেখাতে চান তিনি।
চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করার পর ৭ উইকেট নেওয়া মিরাজের বিশ্বাস, সাকিব না থাকায় তাইজুল-নাঈমসহ তার ওপরে বেশি দায়িত্ব থাকবে। এই দায়িত্ব কাঁধে নিয়ে দলকে পথ দেখাতে চান মিরাজ। মঙ্গলবার অনুশীলনের পর ডানহাতি এই অফ স্পিনার বলেন, 'আমি মনে করি আমাদের স্পিনারদের দায়িত্ব নিতে হবে। আমি আছি, তাইজুল ভাই আছেন, নাঈম আছে। আমাদের তিন জনের ওপরে বেশি দায়িত্ব থাকবে।'
দায়িত্ব নেওয়ার কথা বললেও সাকিবকে না পাওয়ার আফসোস স্পষ্ট মিরাজের কণ্ঠে, 'ইনজুরির কারণে আমরা সাকিব ভাইকে মিস করেছি ওই ম্যাচটাতে। এটা আসলে আমাদের জন্য অনেক ব্যাডলাক ছিল। মিরপুর সাকিব ভাইকে ছাড়া আমরা খেলব। সাকিব ভাই থাকলে অনেক ভালো হতো, আমাদের ভুলগুলো কম হতো এবং আমাদের আত্মবিশ্বাসটা অনেক বেশি পেতাম।'
চট্টগ্রাম টেস্টের শেষ তিন দিনে সাকিব না থাকায় বাংলাদেশের বোলিংয়ে প্রভাব পড়েছে বলে মনে করেন মিরাজ। সাকিব থাকলে ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়নো সম্ভব ছিল জানিয়ে তরুণ এই অলরাউন্ডার বলেন, 'সাকিব ভাইয়ের ইনজুরি হয়ে যাওযায় আমাদের দলে অনেক বড় একটা প্রভাব পড়েছে। তার বোলিং অনেক গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য। সাকিব ভাই থাকলে আমরা হয়তো ভালোভাবে কামব্যাক করতে পারতাম। কারণ তিনি মাঠে থাকলে স্পিনারদের বিভিন্নভাবে পরামর্শ দিতেন এবং তিনি নিজেও ভালো বোলিং করতেন।'
৩ উইকেটে হেরে যাওয়া চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কৃতিত্ব দিচ্ছেন মিরাজ। তবে ঢাকা টেস্টে এমন কৃতিত্ব নিতে চান মিরাজরা, ম্যাচ জিতে বাঁচাতে চান সিরিজ, 'ওরা ভালো ক্রিকেট খেলেছে বলেই জিতেছে। কিন্তু এখানে প্রত্যাশা থাকবে অবশ্যই ভালো করার। কারণ ওরা একটা ম্যাচ জিতেছে, আমরা যদি এখানে ভালো করতে পারি, ম্যাচ জিততে পারি তাহলে সিরিজ বাঁচানো যাবে।'
আরও পড়ুন:
খেলা-ধুলা সম্পর্কিত আরও
শেষ ম্যাচে হার বাংলাদেশের
১২ মে ২০২৪
রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ ওভারে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ
১১ মে ২০২৪
বড় জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
০৭ মার্চ ২০২৪
শিরোপা জিততে চান মেয়েরা
০৮ ফেব্রুয়ারি ২০২৪
৫ রানের হারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
০৩ ফেব্রুয়ারি ২০২৪
বড় দল হয়ে ওঠার শুরু দেখছেন সাকিব
১০ আগস্ট ২০২১