ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
১০ আগস্ট ২০২১

ভুলে ভরা সকাল বাংলাদেশের


নিউজ ডেস্ক
192

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২১
ভুলে ভরা সকাল বাংলাদেশের



চতুর্থ দিনের শেষভাগ থেকে দলের হাল ধরেছেন কাইল মেয়ার্স ও এনক্রুমাহ বোনার। বাজে শুরুর পর দলকে পথ দেখিয়ে দিনের খেলা শেষ করেছেন এই দুজন, ব্যাটিং করেছেন ১৫.৪ ওভার। পঞ্চম দিনও প্রতিরোধের দেয়াল তুলে উইকেটে টিকে আছেন ওয়েস্ট ইন্ডিজের এই দুই ব্যাটসম্যান।

যদিও উইকেট তুলে নেওয়ার সুযোগ এসেছিল। কিন্তু বাংলাদেশের ভুলে সেটা হয়নি। তাইজুল ইসলামের একটি ডেলিভারি খেলতে পরাস্ত হন মেয়ার্স। বল গিয়ে আঘাত হানে মেয়ার্সের প্যাডে। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দেননি, বাংলাদেশও রিভিউ নেয়নি। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, লাইনে থাকা ডেলিভারিটি লেগ স্টাম্পে আঘাত করছে।

এরপর আরও একটি সুযোগ আসে। মেহেদী হাসান মিরাজের করা ৫৩ ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ দেন দেন মেয়ার্স। ক্যাচটি নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। শান্তর ভুলে জীবন পাওয়া মেয়ার্স এই বল থেকেই ১ রান নিয়ে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের ৫৮তম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টেই হাফ সেঞ্চুরির দেখা পেলেন মেয়ার্স।


আরও পড়ুন:

বিষয়: