ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

আজ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল


নিউজ ডেস্ক
59

প্রকাশিত: ০২ জুলাই ২০১৮
আজ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল



স্টাফ রিপোর্টার: রাশিয়া বিশ্বকাপের নক-আউট পর্বে আজ রাতে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ফেবারিট ব্রাজিল। সামারায় সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপে বড় দলগুলোর অঘটন ঘটালেও এখন পর্যন্ত ফেবারিটের তকমাটা আছে ব্রাজিলের। সবদিক দিয়েই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে পিছিয়ে মেক্সিকানরা। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে হোচঁট খেলেও পরে ঠিকই ঘুরে দাড়িয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ড্র আর আর পরের দুই ম্যাচে জয় নিয়ে গ্রুপ সেরা হয়েই নিশ্চিত করে শেষ ষোল। অপরদিকে গ্রুপ পর্বে নতুন এক ইতিহাসের জন্ম দেয় মেক্সিকানরা। নিজেদের প্রথম ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিদের হারিয়ে রীতিমত সাড়া ফেলে দিয়েছে তারা। যদিও গ্রুপ রানারআপ হয়ে দ্বিতীয় পর্বে উঠেছে তারা। ২০১৪ সালে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-মেক্সিকো। সেই ম্যাচে মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়ার একাই অন্তত পাঁচটি গোল রুখে দিয়েছিলেন! ৯০ মিনিট লড়াইয়ের পর ফলাফল ছিল গোল শূন্য ড্র। তবে বিশ্বকাপের মঞ্চে এর আগেও তিনবার দেখা হয়েছিল ‍দুই দলের। সেই তিন দেখার তিনটিতেই ব্রাজিলের কাছে হারে মেক্সিকানরা। সম মিলিয়ে ব্রাজিল ও মেক্সিকো নিজেদের মধ্যে মুখোমুখি হয়েছে মোট ৪০ বার। যার মধ্যে ল্যাটিন পরাশক্তিদের ২৩ জয়ের বিপরীতে মেক্সিকানদের জয় ১০টি। ফিফা র্যাংকিং দেখলে ব্রাজিল-মেক্সিকোর দূরত্ব বোঝা যায়। ব্রাজিল রয়েছে দ্বিতীয় ও মেক্সিকো ৪০তম স্থানে। ১৯৯৯ সালের পর থেকে ব্রাজিলের বিপক্ষে শেষ ১৫ ম্যাচের সাতটিতে জয় আছে মেক্সিকোর, পাঁচটিতে জয়ী ব্রাজিল। ব্রাজিল বা মেক্সিকো নিজেদের দিনে তারা দুই দলই সেরা। তাই সবকিছু নিজেদের পক্ষে থাকলে যেকোন দলই পেতে পারে কোয়ার্টার ফাইনালের টিকিট।

আরও পড়ুন:

বিষয়: