রেকর্ড গড়ল টেলিছবি ‘বুকের বা পাশে’
নিউজ ডেস্ক
59
প্রকাশিত: ০১ জুলাই ২০১৮
স্টাফ রিপোর্টার: ঈদ উপলক্ষে এনটিভিতে প্রচারিত, মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বুকের বা পাশে’ টেলিফিল্মটি নতুন রেকর্ড গড়েছে। টেলিফিল্মটি টিভিতে প্রচারের দুই দিনের মধ্যে ইউটিউব চ্যানেলে ১০ লাখবার দেখা হয়েছে।
গত বছর অপূর্ব আর মেহজাবীন চৌধুরীকে নিয়ে মিজানুর রহমান আরিয়ান কোরবানি ঈদে তৈরি করেছিলেন টেলিছবি ‘বড় ছেলে’। এবার একই নির্মাতা আফরান নিশো আর মেহজাবীন চৌধুরীকে নিয়ে তৈরি করেছেন টেলিছবি ‘বুকের বা পাশে’।
গল্পে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় বাসে ফারিনের সঙ্গে পরিচয় হয় রাশেদের। পাশাপাশি সিট। আদনানের আগেই বাস থেকে নেমে যায় ফারিন। নামার আগে তারা হাত মেলায়। ফোন নম্বর বিনিময় হয়। আদনান নিজের সেই হাত বুকের বা পাশে রেখে মৃদু হাসে। দুজন চলে যায় যার যার বাসায়। আদনান অপেক্ষা করে ফারিনের ফোনের জন্য। দুই দিন পর আসে সেই কাঙ্ক্ষিত ফোনকল। একসময় ফারিনকে নিয়ে নিজের বাসায় যায় আদনান। তাদের আন্তরিকতায় ফারিন মুগ্ধ। আদনানকেও ফারিন নিয়ে যায় তার বাসায়। পরিচয় করিয়ে দেয় বন্ধু হিসেবে। ফারিনের বাবা আদনানের ওপর ভরসা করে। তাকে জানায়, সামনেই ফারিনের বিয়ে। আদনান যেন বিয়ের সময় ওদের পাশে থেকে সহযোগিতা করে। হতবাক হয়ে বুকের বা পাশে হাত রাখে আদনান।
এই টেলিছবিতে গান গেয়েছেন মাহতিম শাকিব। গানটির শিরোনাম ‘বুকের বা পাশে’। লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪