রিশাদের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারল না ক্যারিবীয়রা
নিউজ ডেস্ক
189
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১
সিবি একাদশের ১৮ বছর বয়সী লেগ-স্পিনার রিশাদের স্পিন বিষে তিন দিনের প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিনই গুটিয়ে গেল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে অল-আউট করতে বড় ভূমিকা রাখেন রিশাদ। এরপর ব্যাট হাতে বিনা উইকেটে ২৪ রান করেছে বিসিবি একাদশ। প্রথম দিন শেষে ১০ উইকেট হাতে নিয়ে স্বাগতিকরা ২৩৩ রানে পিছিয়ে আছে। ২৩.১ ওভার বল করে ৭৫ রানে ৫ উইকেট নিয়েছেন রিশাদ।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে দলকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল। ৬৭ রানের জুটি গড়েন তারা। ২০তম ওভারে ওয়েস্ট ইন্ডিজে উদ্বোধনী জুটি ভাঙ্গেন বিসিবি একাদশের আরেক অফ-স্পিনার ১৮ বছর বয়সী শাহাদাত হোসেন। ৪৪ রান করা ক্যাম্পবেলকে তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান।
এরপর ওয়েস্ট ইন্ডিজের মিডল-অর্ডার ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে দেননি রিশাদ ও পেসার খালেদ আহমেদ। শেন মসলে ১৫ ও জার্মেই ব্ল্যাকউডকে ৯ রানে আউট করেন রিশাদ। আর এনক্রুমার বোনারকে ২ ও কাভেম হজকে খালি হাতে বিদায় দেন খালেদ। ফলে ১৩১ রানে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ষষ্ঠ উইকেটে ৩৪ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেছিলেন ব্য্রাথওয়েট ও জসুয়া ডি সিলভা।
এই জুটিকে বেশি দূর যেতে দেননি ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে আসা বিসিবি একাদশের ওপেনার সাইফ হাসান। ফিরে যান ২০ রান করা জসুয়া ডি সিলভা। এরপর লোয়ার-অর্ডারে কাইল মায়ারস ও আলজারি জোসেফকে ৮৩ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে আড়াইশ কাছে নিয়ে যান ব্র্যাথওয়েট। মায়ারসকে ৪০ ও জোসেফকে ২৫ রানে শিকার করে ইনিংসে ৪ উইকেট পূর্ণ করেন রিশাদ।তবে বিসিবি একাদশের বোলারদের সামনে কাঁটা হয়েছিলেন ব্র্যাথওয়েট (৮৫)। তবে সেই কাঁটা ছেঁটে ফেলেন পেসার খালেদ।
এর কিছুক্ষণ পর ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ইতি টানেন রিশাদ। ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান শ্যানন গাব্রিয়েলকে ৪ রানে থামিয়ে তিনি ইনিংসে পঞ্চম উইকেট পূর্ণ করেন। ৬ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা রিশাদের একবার পাঁচ উইকেট নেয়ার অভিজ্ঞতা আছে। এছাড়া খালেদ ৪৬ রানে ৩টি, শাহাদাত-সাইফ ১টি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষে দিনের শেষ ভাগে ৮ ওভার ব্যাট করে বিসিবি একাদশ। অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছেন সাইফ (১৫*) ও সাদমান ইসলাম (৩*)।
আরও পড়ুন:
খেলা-ধুলা সম্পর্কিত আরও
শেষ ম্যাচে হার বাংলাদেশের
১২ মে ২০২৪
রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ ওভারে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ
১১ মে ২০২৪
বড় জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
০৭ মার্চ ২০২৪
শিরোপা জিততে চান মেয়েরা
০৮ ফেব্রুয়ারি ২০২৪
৫ রানের হারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
০৩ ফেব্রুয়ারি ২০২৪
বড় দল হয়ে ওঠার শুরু দেখছেন সাকিব
১০ আগস্ট ২০২১