বসুন্ধরা পেপারের শেয়ারে দাম কত হতে পারে?
নিউজ ডেস্ক
69
প্রকাশিত: ২৫ জুন ২০১৮
স্টাফ রিপোর্টার: ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বসুন্ধরা পেপার মিলসসের শেয়ার লেনদেন চলতি সপ্তাহে শুরু হতে পারে। লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠান হয়েছে। লেনদেন কতো টাকায় শুরু হবে, কত টাকা দাম হতে পারে এ নিয়ে চলছে আলোচনা, নানা ভ্যালুয়েশন, গুঞ্জন।প্রশ্ন হলো বসুন্ধরা পেপার মিলসসের শেয়ার দাম সেকেন্ডারি মার্কেটে কত হতে পারে?
সেকেন্ডারি মার্কেটে কোন শেয়ারের বাজারমূল্য কোন একক উপাদানের উপর নির্ভর করে না। বরং কোম্পানির আয়(ইপিএস), কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি ও সম্ভবনা, ম্যানেজমেন্ট, লাভ্যাংশ প্রদানের হার, কাঁচামাল প্রাপ্তি, সরকারের ট্যাক্স পলিসি, কোম্পানির সম্পদ, সুনামসহ ফান্ডামেন্টাল বিষয়গুলোসহ শটটার্মে কোম্পানির শেয়ারের সাপলাই ডিমান্ডের উপর নির্ভর করে। হতে পারে সেই সাপলাই ডিমান্ড স্বাভাবিক বা কৃত্রিম। কিন্তু শটটার্মে এই সাপলাই ডিমান্ড কোম্পানির শেয়ার দামে তীব্র প্রভাব বিস্তার করবেই।
ফান্ডামেন্টাল বিষয়গুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় কোম্পানির ফান্ডামেন্টাল যতটা মজবুত তার থেকে বেশি মূল্যে কাট অব প্রাইস নির্ধারিত হয়েছে। সম্ভবত কোম্পানিটির ব্যবসায়িক সুনামের উপর ভিত্তি করে কোম্পানিটি বেশি প্রিমিয়াম পেয়েছে। তবে কোম্পানিটি ব্যবসায়িক সম্ভবনা খুব বেশি। বাংলাদেশের বাজারে কোম্পানিটি বলাচলে আধিপত্য নিয়ে ব্যবসা করছে।
শেয়ার হোল্ডিং প্যাটার্নেও ইতিবাচক শেয়ার হোল্ডিং রয়েছে। কোম্পানিটি ৬৬.১৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে, ২৭.৮৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে, ১.৫০ শতাংশ বিদেশি বিনিয়োগকারী এবং বাকী ৪.৫০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে।
প্রতিষ্ঠানটির শেয়ার বিডিং শেষে সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিওতে (৬২ টাকা প্রিমিয়ামে) ৭২ টাকায় শেয়ার নির্ধারিত হয়। তবে কাট অব প্রাইস ছিল ৮০ টাকা। ইলিজিবল ইনভেস্টররা বিডিংয়ের মাধ্যমে ৮০ টাকা দামে কিনেছেন ১২৫ কোটি টাকার শেয়ার। বাকি ৭৫ কোটি টাকা তুলতে আইপিও সম্পন্ন হয়।
যেসব প্রতিষ্ঠান বিডিং করে নির্ধারিত ৮০ টাকা মূল্যে শেয়ার কিনেছেন তারা চাইবেন না দাম তাদের ক্রয় মূল্যের নিচেই আসুক। জড়িত বিভিন্ন মাচেন্ট ব্যাংক সাধারণত শেয়ার দর নানা ভ্যালুয়েশনের মাধ্যমে সঠিক দামে ক্রয়ের চেস্ট করেন। সব মিলে শোয়র দাম সম্প্রতিক সময়ে ১০০ টাকার নিচে দর আসবে না বলে মনে করেন অনেক বিনিয়োগকারী। প্রথম দিনে লেনদেন শুরু হতে পারে ১২০ টাকার উপরে বা ১৪০ টাকার কাছাকাছি। তবে অনেকে মনে করেন শেয়ারটির দাম ১৬০ টাকার বেশি হতে পারে।
বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসা বসুন্ধরা পেপার মিলসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি ৩০ মে, বুধবার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের আইইবি মিলনায়তনে সম্পন্ন হয়েছে। ৯.১২ গুণ আইপিও আবেদন পড়েছিল কোম্পানিটিতে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
আইপিও থেকে উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটির কারখানার অবকাঠামো উন্নয়ন, যন্ত্রপাতি কেনা, স্থাপনা ও ভূমি উন্নয়ন বাবদ ১৩৫ কোটি, ঋণ পরিশোধ বাবদ ৬০ কোটি এবং বাকি ৫ কোটি টাকা আইপিও বাবদ খরচ করা হবে। কোম্পানিটির ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৬ টাকা। সম্পদ মূল্যায়নসহ শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৩০ দশমিক ৪৯ টাকা।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪