সামনের ম্যাচগুলোতে আরও দেখা যাবে মুস্তাফিজের সুইং
নিউজ ডেস্ক
200
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২১
ধুমকেতুর মতো ক্রিকেটে আবির্ভাব হয়েছিল মুস্তাফিজুর রহমানের। এরপর কেবল ইনজুরি আর ফর্মহীনতায় কেটেছে কয়েকটা বছর। জাতীয় দল থেকে বাদও পড়েছেন। এবার করোনা পরবর্তী দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক সিরিজে দেখা যাচ্ছে অন্য এক মুস্তাফিজকে। গতকাল বুধবার উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জোড়া উইকেট নিয়েছেন। তবে উইকেটের চেয়েও সবার নজর কেড়েছে মুস্তাফিজের ইনসুইংগুলো।
নিজেকে হারিয়ে ফেলা মুস্তাফিজ গতকাল সুনিল অ্যামব্রিসকে সুইংয়ের মাধ্যমেই এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন। জাতীয় দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন জানিয়েছেন, সামনে আরও দেখা যাবে মুস্তাফিজের ইনসুইং। তিনি বলেন, 'সে অনেক পরিশ্রম করেছে। তার সাথে কাজ করার অভিজ্ঞতাও বেশ ভালো। তার সাথে কাজ করা আনন্দদায়ক। আমরা চেষ্টা করছি বল ভেতরে আনার, আমরা অনেক কিছু নিয়েই কাজ করছি। যেমন তার কবজির পজিশন নিয়ে।'
ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে দীর্ঘ সময় কাটিয়েছেন গিবসন। সেই দলই এখন তাদের প্রতিপক্ষ। বাংলাদেশে এসে মুস্তাফিজ ইনসুইং করাতে পারছিলেন না বলে কিছুটা অসন্তোষ ছিল গিবসনের মনে। তবে শেষ পর্যন্ত গুরুকে খুশি করতে পেরেছেন মুস্তাফিজ। গিবসন আরও বলেন, 'সে ইতোমধ্যে প্রমাণ করেছে যে সে তার কবজির পজিশন ঠিক জায়গায় আনলে বল ভেতরের দিকে সুইং করাতে পারে। আশা করছি সে এখান থেকে আরও ভালো করবে এবং সামনের ম্যাচগুলোয় আপনারা আরও বল ভেতরের দিকে সুইং করতে দেখবেন।'
আরও পড়ুন:
খেলা-ধুলা সম্পর্কিত আরও
শেষ ম্যাচে হার বাংলাদেশের
১২ মে ২০২৪
রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ ওভারে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ
১১ মে ২০২৪
বড় জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
০৭ মার্চ ২০২৪
শিরোপা জিততে চান মেয়েরা
০৮ ফেব্রুয়ারি ২০২৪
৫ রানের হারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
০৩ ফেব্রুয়ারি ২০২৪
বড় দল হয়ে ওঠার শুরু দেখছেন সাকিব
১০ আগস্ট ২০২১