জয়ের আনন্দে কাঁদছেন নেইমার!
নিউজ ডেস্ক
59
প্রকাশিত: ২৩ জুন ২০১৮
ক্রীড়া ডেস্ক : ম্যাচ শেষে রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। ব্রাজিলের স্টার ফরোয়ার্ড প্লেয়ার নেইমার ডি সিলভা ম্যাচ জয়লাভের উদযাপনে ব্যস্ত না হয়ে মাঠের মাঝে বসে মুখ ঢেকে সুখে-স্বস্তিতে কাঁদছেন। খেলার শেষমুহূর্তে নিজেও করেছিলেন একটি গোল।
শুরুটা কিন্তু ঠিক এমন ছিলনা ব্রাজিলের। কোস্টারিকার বিপক্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ছিল আটকেই। পুরো মাঠ জুড়ে বল ছিল সেলেসাওদের দখলেই কিন্তু সব আক্রমণ যেন মুখ থুবড়ে পড়েছে কোস্টারিকার ডি-বক্সে যেয়েই।
ব্রাজিলের পুরো আক্রমণভাগটা যে পুরো ম্যাচটাতেই খেলেছে কোস্টারিকার কোটেই। কিন্তু, তবুও গোল আসেনি। ম্যাচ শেষে দুই দলের বল দখলে রাখার পরিসংখ্যানটায়ও দেখা যায় ব্রাজিলের ৭২% আর কোস্টারিকা মাত্র ২৮%।
গোল আসবেই বা কীভাবে, গোলরক্ষকটা যে কেইলর নাভাস! বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কষ্টটা বুঝেছিলেন ফিলিপে কৌতিনহো, এবার বুঝলেন ব্রাজিলের জার্সিতেও। গোলপোস্টের সামনে বেরসিকের মতো গাঁট হয়ে বসে একের পর এক ফিরিয়েছেন সেলেসাওদের বিধ্বংসী তীর। চীনের প্রাচীর হয়ে ম্যাচের পুরো ৯০ মিনিট কাটিয়ে দিয়েছেন নাভাস। আর কত? তিনিও মানুষ, জানিয়েছেন ম্যাচের অতিরিক্ত সময়ে যেয়ে।
মূল সময় পেরিয়ে ইনজুরি টাইমে দুই দল পেয়েছে মোট ছয় মিনিট। আর মাত্র ছয়টা মিনিট গোলপোস্টটা আগলে রাখতে পারলেই নাভাস এনে দিতে পারতেন দলের ড্র, কে জানে, হয়তোবা টিকিয়ে রাখতে পারতেন দলের বিশ্বকাপটা স্বপ্নটাও! অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই গ্যাব্রিয়েল হেসাসের বাড়িয়ে দেয়া বলটাতে মনে হয় শটটা করেছিলেন গায়ের সর্বশক্তি দিয়ে। নাভাস আর পারেননি, প্রথম গোলটা পেয়েই যায় ব্রাজিল।
কৌতিনহো তো পারলেন, দলের সেরা খেলোয়াড় নেইমার রয়ে গেলেন বাকি। বিশ্বকাপের আগেই দুই প্রস্তুতি পেয়েছেন দুই গোল। সুইসদের বিপক্ষে তিনিই ছিলেন কিনা নিষ্প্রভ! কোস্টারিকার বিপক্ষেও বেশ কিছু আক্রমণ করলেও প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ফরোয়ার্ড দেখা পাননি গোলের।
পেলেন যখন, ম্যাচের তখন সময় প্রায় শেষ। অতিরিক্ত সময়ের সাত মিনিট শেষে রেফারি প্রস্তুত বাঁশি বাজাতে, ম্যাচের ইতি টানতে। তবে, নেইমার যেন তাঁর অপেক্ষাটা বাড়ালেনই। ডগলাস কস্তার পাস থেকে দলকে এনে দিয়েছেন ২-০ গোলের লিড। রেফারি বাঁশিটা বাজিয়েছেন একটু পরেই। দুই গোলে ম্যাচ জিতে মাঠ ছেড়ে নেইমার ভিজেছেন কান্নায়। এ যে সুখের কান্না।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪