ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

১০ জুনের মধ্যে বেতন পাবেন পোশাক শ্রমিকরা


নিউজ ডেস্ক
70

প্রকাশিত: ০৩ জুন ২০১৮
১০ জুনের মধ্যে বেতন পাবেন পোশাক শ্রমিকরা



স্টাফ রিপোর্টার : আগামী ১০ জুনের মধ্যে মে মাসের বেতন পাবেন পোশাক শ্রমিকরা, এবং ঈদ বোনাস পাবেন ১৪ জুনের মধ্যে। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ী নেতারা এমন আশ্বাস দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আশা করি, এবার ঈদের আগে বেতন-ভাতা নিয়ে সমস্যা হবে না। ব্যবসায়ী নেতারা জোর দিয়েই এ কথা বলেছেন। তাঁরা বলেছেন ১০ জুনের মধ্যে মে মাসের বেতন এবং ১৪ জুনের মধ্যে বোনাস পাবেন শ্রমিকেরা।’ বৈঠকে শেষে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘ছোটখাটো কিছু সমস্যা থাকবে। সেগুলো সমাধানের চেষ্টা করব। আশা করি, শ্রমিকেরা হাসিমুখে বাড়ি যাবেন।’ বৈঠকে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

বিষয়: