ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

বেয়ারিশ ক্যান্ডেলে জটিল সমীকরণে সূচক


নিউজ ডেস্ক
61

প্রকাশিত: ১৭ মে ২০১৮
বেয়ারিশ ক্যান্ডেলে জটিল সমীকরণে সূচক



সাপোর্ট জোনের কাছাকাছি অবস্থানে ইনভ্যারটেড হ্যামারের পর রেড ক্যান্ডেল সূচকের ডাইনট্রেন্ড কনফার্ম করেছে। টেকনিক্যাল বিশ্লেষণ অনুযায়ী আগামীতে  সূচক তার পরবর্তী  সাপোর্টে জোনে চলে যাওয়ার সম্ভবনা বেশি। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী, ডিএসইএক্স শক্তিশালী সাপোর্ট জোনের উপর অবস্থান করছে। তবে বড় সাপোর্ট থাকলেও  সূচক লংটার্ম ও শটটার্মে ডাইনট্রেন্ড অবস্থান করছে। একদিকে সাপোর্টের প্রভাবে ডাউন ট্রেন্ড ব্রেক করার সম্ভাবনা  রয়েছে, তেমনি অন্যদিকে ডাইনট্রেন্ড  চলমান থাকার সম্ভাবনা বেশ শক্তিশালী । আগামী সপ্তাহে বড় রকম বাই পেশারে বাজারে না আসলে ইনডেস্ক  বড় সাপোর্ট ভেঙ্গে ফেলতে পারে। সার্বিকভাবে  সূচক লংটার্ম ও শটটার্মে ডাইনট্রেন্ড অবস্থান করছে। সূচক পরবর্তী সাপোর্ট জোন ৫৪৮০ পয়েন্টে অবস্থান করছে।      

আরও পড়ুন:

বিষয়: