মেট্রো স্পিনিংয়ে চমক
নিউজ ডেস্ক
63
প্রকাশিত: ১৬ মে ২০১৮
সিনিয়র রিপোর্টার : আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে পণ্যের চাহিদায় ঘুরে দাড়ঁতে শুরু করেছে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড। যার ইতিবাচক প্রভাব পড়ছে শেয়ারপ্রতি আয়ে (ইপিএস)। ‘জেড’ ক্যাটাগরি থেকে `বি’ ক্যাটাগরিতে উন্নিত ও কোম্পানি দুই উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ে বিনিয়োগকারী আশাবাদী হচ্ছেন।
আগের বছরগুলোতে নিয়েমিত লভ্যাংশ ঘোষণা করলে ২০১৬ সালে কোন লভ্যাংশ ঘোষণা না করায় ‘জেড’ ক্যাটাগরি যায় মেট্রো স্পিনিং কিন্তু ২০১৭ সালে ২% ক্যাশ লভ্যাংশ প্রদান করে আবার `বি’ ক্যাটাগরিতে ফিরেছে।
সম্প্রতি মেট্রো স্পিনিংয়ের লিমিটেডের দুই উদ্যোক্তা পরিচালক মো. ফেরদাউস কাইসার মাছুদ ও মিসেস লাইলি আলী ২ লাখ ৫৮৪৪৮টি শেয়ার বাজার মূল্যে ক্রয় করেছেন। উদ্যোক্তা পরিচালকে শেয়ার ক্রয়কে সাধারণ বিনিয়োগকারীরা ইতিবাচকদৃষ্টিতে দেখছেন বলে জানা গেছে তাদের সাথে কথা বলে।
[caption id="attachment_1459" align="alignnone" width="681"] সূত্র ডিএসই।[/caption]ম্যাকসন গ্রুপের সিএফও ইউনুস ভূঁইয়ার সঙ্গে। তিনি বলেন,
এদিকে ধারাবাহিকভাবে বিগত দুই প্রান্তিকে ভাল শেয়ারপ্রতি আয় দেখাচ্ছে মেট্রো স্পিনিং লিমিটেড। সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানু.-মার্চ,১৮) শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৬ পয়সা, আগের বছর একই সময়ে ছিল মাইনাস ১৭ পয়সা। সে হিসেবে সর্বশেষ প্রান্তিকে ইপিএস বেড়েছে ২৩ পয়সা বা ০০ শতাংশ।
আবার চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টো.-ডিসে,১৮) শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৩ পয়সা, আগের বছর একই সময়ে ছিল মাইনাস ২০ পয়সা। সে হিসেবে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ২৩ পয়সা বা ০০ শতাংশ।
২০০২ সালে শেয়ারবাজারে আসা এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬০ কোটি ৪৮ লাখ টাকা। আর মার্কেট ক্যাপিটালাইজেশন ৬৯ কোটি ৫৬ লাখ ১৮ হাজার টাকা এবং রিজার্ভ ৩৫ কোটি ৯ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৪ লাখ ৮৮ হাজার ৫০৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালক ২৪.৫২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৯.৭০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৬৫.৭৮ শতাংশ শেয়ার। ডিএসই সর্বশেষ ১১ টাকা ৩০ পয়সায় মেট্রো স্পিনিংয়ের শেয়ার কেনাবেচা হয়। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ৭ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ১৪ টাকা ৬০ পয়সা।
সম্প্রতি ম্যাকসন গ্রুপের দুটি কোম্পানি মেট্রো স্পিনিংয়ের লিমিটেডে ও ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেডে লভ্যাংশ প্রদানের মাধ্যমে ক্যাটাগরি পরিবর্তন করে জেড’ ক্যাটাগরি থেকে `বি’ ও `এ’ ক্যাটাগরিতে এসেছে। দুই উদ্যোক্তা পরিচালক মো. ফেরদাউস কাইসার মাছুদ ও মিসেস লাইলি আলী ম্যাকসন গ্রুপের অন্য কোম্পানি ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেডের মোট ১৫ লাখ ৫৪ হাজার ৫৬৩টি বাজার মূল্যে ক্রয় করেছেন।আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪