ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
১০ আগস্ট ২০২১

প্রকাশ হলো বাংলাদেশ ক্রিকেট দলের নতুন জার্সির নকশা


নিউজ ডেস্ক
123

প্রকাশিত: ০৩ মে ২০১৯
প্রকাশ হলো বাংলাদেশ ক্রিকেট দলের নতুন জার্সির নকশা



স্টাফ রিপোর্টার : বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট দলের জার্সি নিয়ে তুমুল সমালোচনার একদিন পরেই পরিবর্তনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাওয়া গিয়েছিল আইসিসি’র অনুমোদন। কিন্তু তিনদিন পর সেই নকশাতেও আনা হয়েছে পরিবর্তন। এবারও সম্মতি দিয়েছে আইসিসি। বৃহস্পতিবার, ০২ মে বিসিবি’র পক্ষ থেকে নতুন জার্সির চূড়ান্ত নকশা প্রকাশ করা হয়েছে। প্রথম দফা পরিবর্তনে জার্সির হাতায় লাল রং ছিল। শেষ তথা চূড়ান্ত নকশায় জার্সির বুকে থাকছে লাল রং। তবে লাল জার্সির ক্ষেত্রে অবশ্য বুকের পাশাপাশি হাতাতেও রাখা হয়েছে সবুজ রং।
এর আগে আইসিসি’র অনুমোদনের জন্য সবুজ রঙের জার্সিতে দেশের নাম, খেলোয়াড়ের নাম এবং জার্সি নম্বর লাল রঙে লিখে পাঠিয়েছিল বিসিবি। কিন্তু আইসিসি সবুজ রঙের জার্সিতে দেশের নাম, খেলোয়াড়ের নাম এবং জার্সি নম্বর সাদা রঙে লিখতে বলেছে। এরপর সবুজ জার্সিতে লাল রং বদলে সাদা রং ব্যবহার করা হয়েছে। সোমবার উন্মোচন করা হয় ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি। কিন্তু এই জার্সি নিয়ে হতাশা প্রকাশ করেন টাইগার সমর্থকদের বড় একটা অংশ। সামাজিক যোগাযোগের মাধ্যমেও শুরু হয় তীব্র সমালোচনা। কেউ কেউ বলেন, এই জার্সির সঙ্গে আয়ারল্যান্ড ও পাকিস্তানের জার্সির মিল আছে। বিশ্বকাপে বাংলাদেশের জার্সির রং গাঢ় এবং হালকা সবুজ। পুরো জার্সিতে কোথাও লাল রং নেই। আর এতেই ক্ষেপে যান সমর্থকরা। অনেকে এই জার্সির সঙ্গে তুলনা করেন আয়ারল্যান্ড আর পাকিস্তানের জার্সির। ফেসবুকে অনেকে অনেক রকম মন্তব্য করেন। অবশেষে একদিন পরই বাংলাদেশের বিশ্বকাপ জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার তাতেও পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন:

বিষয়: