গ্রিনফিল্ড কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্তি সুযোগ দিন: ডিসিসিআই
নিউজ ডেস্ক
63
প্রকাশিত: ০৫ মে ২০১৮
স্টাফ রিপোর্টার: সরকারের অবকাঠামো উন্নয়নে গ্রিন ফিল্ড কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির পলিসি চায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। শনিবার(৫ মে,১৮) সংগঠনটির কার্যালয়ে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাবনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উঠে আসে।
সংবাদ সম্মেলনে ডিসিসিআই সভাপতি আবুল কাশেম খান বলেন, বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) পর্যাপ্ত না আসার জন্য অবকাঠামো অবস্থা বহুলাংশে দায়ী। আমাদের অবকাঠামো খাত যত আধুনিকায়ন হবে তত বেশি এফডিআই এদেশে আসবে। সুদের হার ঊর্ধ্বমুখী; অন্য দিকে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন জটিলতায় অনেক পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না।
তিনি বলেন, পুঁজিবাজার থেকে টাকা তুলে ব্যবসা করতে হলে আগে ৩ বছর ভালো ব্যবসা করে দেখাতে হবে। এর আগে টাকা সংগ্রহের কোনো উপায় নেই। আর ৩ বছর পরে সেটা সম্ভব হচ্ছে কি না তাও বলা মুশকিল। তাই বাজেটে মেগা প্রকল্পসহ গ্রিন ফিল্ড কোম্পানির তালিকাভুক্তিতে একটি পলিসি তৈরি করার প্রস্তাব করছি। যাতে তারা ৩ বছর আগেই পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে প্রকল্প বাস্তবায়ন করতে পারে।
আগামী ৩ বছরকে (২০১৯, ২০, ২১ সাল) অবকাঠামোখাতের উন্নয়নের বছর হিসেবে ঘোষণা করার প্রস্তাব করা হয়। যোগযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ঢাকা-চট্টগ্রাম হাইএয়েকে ৪ থেকে ৮ লেনে উন্নীত করার পরিকল্পনা নিতে হবে। এতে জিডিপির প্রবৃদ্ধি বেড়ে যাবে প্রায় ১ শতাংশ।
সংগঠনটি আইপিওতে বিনিয়োগ, অবকাঠামো ফান্ডে বিনিয়োগ, ইক্যুইটিতে বিনিয়োগ এবং অন্যান্য খাতে বিনিয়োগের জন্য নিট সম্পদের ওপর ধারাবাহিকভাবে সারচার্জ কমানোর প্রস্তাব করেছে। পাশাপাশি কর্পোরেট ট্যাক্স ধারাবাহিকভাবে কমানোর প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি।
এছাড়া সরকারের ভালো প্রকল্পগুলোকে পিপিপির (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) আওতায় আনার কথা বলা হয়। এতে বিনিয়োগ বাড়েব। এসময় সংগঠনটির ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪