ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

দশ মাসে রেমিট্যান্সে প্রবৃদ্ধি ১৮%


নিউজ ডেস্ক
63

প্রকাশিত: ০৪ মে ২০১৮
দশ মাসে রেমিট্যান্সে প্রবৃদ্ধি ১৮%



স্টাফ রিপোর্টার : টানা দুই অর্থবছরের রেমিট্যান্স প্রবাহে পড়তি ধারার পর রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু করেছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই’১৭-এপ্রিল’১৮) রেমিট্যান্সের প্রবাহ প্রায় ১৮% বেড়েছে। এ সময়ে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা মোট এক হাজার ২০৯ কোটি ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৮০ কোটি ডলার বা ১৭ দশমিক ৫১ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। সংম্লিষ্ট কয়েকজন বিশেষজ্ঞদের মতে, বেশ কিছু কারণে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে। যার মধ্যে রয়েছে ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি, ব্যাংকিং চ্যানেলের সঙ্গে খোলাবাজারের ডলার দরে তারতম্য কমে আসা, অবৈধ চ্যানেলে টাকা পাঠানো বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান, বিদেশে শ্রমিক যাওয়ার হারসহ  নানা কারণে রেমিট্যান্স বাড়ছে। বর্তমানে আগের তুলনায় প্রতি ডলারে এখন তিন থেকে চার টাকা বেশি পাচ্ছেন রেমিটাররা। এ ছাড়া হুন্ডিকারী কারবারীদের বিরুদ্ধে  বাংলাদেশ ব্যাংক ও সরকারের কঠোর অবস্থানের সুফল মিলছে।

আরও পড়ুন:

বিষয়: