রেজিস্টেন্স ব্রেক আউট, ট্রেন্ড লাইনে বাঁধাগ্রস্থ সূচক
নিউজ ডেস্ক
94
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৮
স্টাফ রিপোর্টার: ৩০ অক্টোবর, মঙ্গলবার সূচকে ব্যাপক বাই প্রেশার লক্ষ্য করা যায়। ফলশ্রুতিতে সূচক ৫২.৫৬ পয়েন্ট বা ১% বেড়ে আবারও বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। বুলিশ ক্যান্ডেল তৈরির মাধ্যমে সূচক আজ রেজিস্টতেন্স লাইনের উপরে চলে গেছে। রেজিস্টেন্স লাইনের উপরে গেলেও সূচক আজ প্রথম ট্রেন্ড লাইনে বাঁধাগ্রস্থ হয়েছে।
বেয়ারিশ অবস্থার আশঙ্কা থাকা সত্ত্বেও সূচকে পর পর ২ দিন বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তবে বর্তমানে সূচকে একই সাথে রেজিস্টেন্স লেভেল এবং প্রথম ট্রেন্ড লাইনে অবস্থান করছে। সুতরাং বুলিশ ধারা কতটুকু শক্তিশালী তা আগামী দিনগুলোতে পরিষ্কার হয়ে যাবে। যদি ট্রেন্ড লাইন ব্রেক করে রেজিস্টেন্স লেভেলকে সাপোর্টে পরিণত করে সূচক আরও উপরে উঠে যায় তাহলে কিছুটা বুলিশ অবস্থার প্রত্যাশা করা যেতে পারে। অন্যথায় এই বুলিশ ধারা লং টার্ম ডাউন ট্রেন্ডেরই অংশ হিসেবে ধরে নিতে হবে।
তবে কয়েকটি ট্রেন্ড লাইন কাছাকাছি অবস্থান করায় সূচকের বাঁধার সম্মুখীন হওয়ার সম্ভাবনাই বেশি।
এদিকে আজ ১০ দিনের সিম্পল মুভিং এভারেজের (এসএমএ-১০) কাছে অবস্থান করছে সূচক যা মূলত এক প্রকার রেজিস্টেন্স হিসেবে কাজ করছে।
হাইকিন আশি চার্ট অনুযায়ী সূচকে আজ নিউট্রাল ক্যান্ডেল দেখা গেছে যা রেজিস্টেন্স লেভেলে অবস্থান করছে। শক্তিশালী কোনও বুলিশ ক্যান্ডেলের আবির্ভাব না হওয়া পর্যন্ত মার্কেটের বুলিশ ধারা সম্পর্কে ধারণা পাওয়া যাবেনা।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪