চীনে কর কমায় ইউরোপে শেয়ারের দর বৃদ্ধি
নিউজ ডেস্ক
93
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৮
স্টাফ রিপোর্টার: চীনে গাড়ি ক্রয়ের ক্ষেত্রে কর কমানো হতে পারে এমন পূর্বাভাসে ইউরোপের পুঁজিবাজারে অটোমোবাইলস খাতে ঊর্ধ্বগতি দেখা গেছে। ২৯ অক্টোবর, সোমবার ইউরোপের বিভিন্ন স্টক এক্সচেঞ্জে প্রায় সবগুলো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। খবর গার্ডিয়ান, রয়টার্স এবং ব্লুমবার্গের।
খবরে জানা যায়, সোমবার চীনে গাড়ি কেনার ক্ষেত্রে বিদ্যমান কর কমানোর সম্ভাবনা সংক্রান্ত একটি খবর ব্লুমবার্গে প্রকাশ করা হয়। এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের ফলে চীনের অটোমোবাইলস খাতে সংকটে দেখা গেছে। দেশটিতে গাড়ি বিক্রি কমে গেছে। এমন অবস্থায় গাড়ির বাজার চাঙা করতে নানা পরিকল্পনার কথা ভাবছে দেশটির সরকার। এরই ফলশ্রুতিতে দেশটিতে গাড়ি কেনার ক্ষেত্রে করের হার ৫০% কমানোর কথা ভাবা হচ্ছে। বর্তমানে চীনে গাড়ি কিনলে ক্রেতাকে ১০% কর দিতে হয়। সরকার এটিকে ৫% নামিয়ে আনার চিন্তা করছে।
ব্লুমবার্গের এই খবরে ইউরোপের বিভিন্ন শেয়ারবাজারে অটোমাবাইলস খাত রাতারাতি চাঙ্গা হয়ে উঠে। গত কয়েক দিন ধরে মন্দা শেয়ারবাজারে গতকাল অটোমাবাইলস খাত বিপরীতমুখী যাত্রা করে। বেড়ে যায় গাড়ি প্রস্তুতকারী বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম। এমন কি গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারী কোম্পানি শেয়ারেও এর সুবাতাস লাগে।
সোমবার ইউরোপের বাজারে ভক্স ওয়াগন কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৪ শতাংশের বেশি। বিএমডব্লিউ, ফিয়াট, রেনল্ড, ডাইমলারসহ প্রায় সব কোম্পানির শেয়ারের দামই এদিন উর্ধমুখী হয়ে ছিল।
শেয়ারের মূল্য বৃদ্ধির এই বাতাস লাগে যুক্তরাষ্ট্রের বাজারেও। সোমবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে যুক্তরাষ্ট্রের শীর্ষ গাড়ি প্রস্তুতকারক জেনারেল মোটরসের শেয়ারের দর বেড়েছে ২ শতাংশের মত। অন্যদিকে বাজারে জেনারেল মোটরসের প্রধান প্রতিদ্বন্দ্বী ফোর্ডের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ।
আরও দেখুন-
ফ্যান্ডামেন্টাল শক্তিতে কনফিডেন্স সিমেন্টে দুই বছরে ১৭৫ শতাংশ মুনাফা
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪