ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

সোমবার সূচকে বুলিশ ক্যান্ডেল, ট্রেন্ড লাইন ভাঙতে পারবে কি?


নিউজ ডেস্ক
102

প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৮
সোমবার সূচকে বুলিশ ক্যান্ডেল, ট্রেন্ড লাইন ভাঙতে পারবে কি?



স্টাফ রিপোর্টার: ২৯ অক্টোবর, সোমবার সূচকে শুরুতে সেল প্রেশার থাকলেও পরবর্তীতে বাই প্রেশার চলে আসে। ফলে দিন শেষে সূচক ৩৪.২৮ পয়েন্ট বা ০.৬৬% বেড়ে বুলিশ ক্যান্ডেল তৈরি করে। গত কালকের বেয়ারিশ মারুবজু ক্যান্ডেলের পর আজকের বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে সূচক রেজিস্টেন্স লাইনের কাছাকাছি থাকার চেষ্টা করছে। শর্ট টার্ম এবং লং টার্মে সূচক এখন পুরোপুরি ডাউন ট্রেন্ডে আছে। আজকের বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটে কিছুটা স্থিতিশীলতা বজায় থাকলেও আগামী দিনগুলোতে মার্কেট নিম্নমুখী প্রবণতায় যাওয়ার সম্ভাবনাই বেশি। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী চিত্রে উল্লেখিত যেকোনো ট্রেন্ড লাইনে বাঁধাগ্রস্থ হয়ে সূচক নিম্নগামী হতে পারে। বিপরীতভাবে যেকোনো ট্রেন্ড লাইন ব্রেক আউট করলে মার্কেটের পরবর্তী ট্রেন্ড লাইন পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে। আরও দেখুন-

লেনদেনে শীর্ষ তিনে ব্যাংক খাত

‘ইনসাইডার ট্রেডিংয়ের’ কলাকৌশল ও ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থ

সূচকে বেয়ারিশ মারুবজু ক্যান্ডেল, দীর্ঘমেয়াদি ডাউন ট্রেন্ডের আশঙ্কা


আরও পড়ুন:

বিষয়: