ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

সূচকে বেয়ারিশ মারুবজু ক্যান্ডেল, দীর্ঘমেয়াদি ডাউন ট্রেন্ডের আশঙ্কা


নিউজ ডেস্ক
100

প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৮
সূচকে বেয়ারিশ মারুবজু ক্যান্ডেল, দীর্ঘমেয়াদি ডাউন ট্রেন্ডের আশঙ্কা



স্টাফ রিপোর্টার: ২৮ অক্টোবর, রোববার সূচকে শুরু থেকে প্রচুর সেল প্রেশার লক্ষ্য করা যায়। ব্যাপক সেল প্রেশারে সূচক আজ ৬৯.৮১ পয়েন্ট বা ১.৩২% কমে বেয়ারিশ মারুবজু ক্যান্ডেল তৈরি করেছে। বেয়ারিশ মারুবজু সাধারণত বেয়ারিশ ট্রেন্ডের শুরুতে অথবা বেয়ারিশ রিভার্সাল হিসেবে দেখা যায়। বর্তমান অবস্থা বিবেচনায় ক্যান্ডেলটি দ্বারা একটি দীর্ঘ বেয়ারিশ ট্রেন্ডের আশঙ্কা করা যাচ্ছে। গত কার্যদিবসের শুটিং স্টার ক্যান্ডেল দ্বারা সূচকে রিভার্সালের আশঙ্কা করা যাচ্ছিলো। বিগত ৭ মাসের মধ্যে শুটিং স্টার ক্যান্ডেলের আবির্ভাবের পর বেয়ারিশ ক্যান্ডেল লক্ষ্য করা গেছে। তারই ফলশ্রুতিতে আজ বেয়ারিশ মারুবজু ক্যান্ডেল তৈরি হয়েছে। সাধারণত দীর্ঘমেয়াদি ডাউন ট্রেন্ডের শুরুতে বেয়ারিশ মারুবজু ক্যান্ডেল তৈরি হয়ে থাকে। ক্যান্ডেলটি তৈরির মাধ্যমে আজ সূচক সাপোর্ট লেভেল ব্রেক ডাউন করে নিচে চলে গেছে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী সূচকের সাপোর্ট লেভেল ব্রেক ডাউন করা সূচকের আরও নিচে চলে যাওয়ারই ইঙ্গিত বহন করে। সূচকের পরবর্তী সাপোর্ট ৫০০০ লেভেলে। আরও দেখুন:

শুটিং স্টার ক্যান্ডেলে সূচকে বেয়ারিশ অবস্থার আশঙ্কা

গোল্ডেন হার্ভেস্টের অনুমোদিত মূলধন বৃদ্ধি ও রাইট ঘোষণা

অনুমোদিত মূলধন বাড়াবে নুরানি ডাইং


আরও পড়ুন:

বিষয়: