ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

শুটিং স্টার ক্যান্ডেলে সূচকে বেয়ারিশ অবস্থার আশঙ্কা


নিউজ ডেস্ক
82

প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৮
শুটিং স্টার ক্যান্ডেলে সূচকে বেয়ারিশ অবস্থার আশঙ্কা



স্টাফ রিপোর্টার: ২৫ অক্টোবর, বৃহস্পতিবার সূচকে শুরুতে বাই প্রেশার থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফলে দিন শেষে ৫.৭১ পয়েন্ট বা ০.১১% বেড়ে সূচক শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করে। ক্যান্ডেলটি মাইনর রিভার্সালের ইঙ্গিত বহন করে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী বিগত দিনগুলোতে শুটিং স্টার ক্যান্ডেলের আবির্ভাবের পর মার্কেট ট্রেন্ড পরিবর্তন করেছে। গত কালকের বুলিশ ক্যান্ডেলের পরও ভলিউম কম থাকার কারণে ট্রেন্ড সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছিলোনা। আজকের শুটিং স্টার ক্যান্ডেলের মাধ্যমে দুর্বল বুলিশ অবস্থা আরও স্পষ্ট হয়ে উঠেছে। মার্কেটের বর্তমান রেজিস্টেন্স লেভেল ৫৩০০। সূচক আজ রেজিস্টেন্সে বাধাগ্রস্থ হয়েছে। পাশাপাশি শুটিং স্টার ক্যান্ডেল হওয়ায় আগামী রোববার সূচক কিছুটা কমতে পারে বলে ধারণা করা যাচ্ছে।   আরও দেখুন: ১. 'ইনসাইডার ট্রেডিংয়ের' কলাকৌশল ও ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থ ২. ডোজির পর বুলিশ ক্যান্ডেল, ট্রেন্ড পরিবর্তন হবে কি? ৩. লং লেগড ডোজি ক্যান্ডেলের আবির্ভাব, সূচকে রিভার্সালের সম্ভাবনা

আরও পড়ুন:

বিষয়: