ভারতের পুঁজিবাজারে নতুন রেকর্ড
নিউজ ডেস্ক
64
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৮
শেয়ারবাজার ডেস্ক: নতুন রেকর্ডের মধ্য দিয়ে অন্যমাত্রায় চলে ভারতের পুঁজিবাজার। মাত্র সতেরো দিনের লেনদেনে সেনসেক্স ১০০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩৫ হাজার ছাড়িয়েছে।
গতকাল বুধবার ৩৫ হাজারে পৌঁছে ফের নতুন মাইলফলক ছুঁল বম্বে স্টক এক্সচেঞ্জের ওই সূচক। মাত্র সতেরো দিন আগে ২৬ ডিসেম্বর সূচক ৩৪ হাজার ছাড়িয়েছিল। পাশাপাশি উচ্চতার নতুন মাত্রায় পৌঁছে নজির গড়েছে এনএসই-র সূচক নিফ্টি।
এ দিন সেনসেক্স ৩১০.৭৭ পয়েন্ট বেড়ে শেষ হয় ৩৫,০৮১.৮২ অঙ্কে। ৮৮.১০ পয়েন্ট উঠে ১০,৭৮৮.৫৫ অঙ্কে থিতু হয় নিফ্টি।
কিছু দিন আগেই খরচ সামলাতে কেন্দ্র ঘোষণা করেছিল, চলতি অর্থবর্ষে ৫০ হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ নেবে তারা। কিন্তু এ দিন তারা জানিয়েছে, ২০ হাজার কোটি টাকার মধ্যেই তা বেঁধে রাখা সম্ভব হবে। এর থেকে বোঝা যাচ্ছে, রাজকোষ ঘাটতি বেঁধে রাখার জায়গায় এসেছে তারা। যা দেশের আর্থিক অবস্থার হাল ফেরার ইঙ্গিত হিসেবেই দেখছে শেয়ার বাজার মহল। কেন্দ্রের ওই ঘোষণার পরেই শেয়ার বাজার দ্রুত উঠতে শুরু করে।
এ দিন ইউরোপ ও এশিয়ার বাজারে সূচকের পতন হয়েছে। কিন্তু দেশের বাজার তাতে আমল দেয়নি।
বাজারের হাল দেখে বিদেশি লগ্নি সংস্থাগুলিও ফের লগ্নি করছে। গত মঙ্গলবার থেকে দু’দিনের লেনদেনেই তারা ভারতে ঢেলেছে ১,৩১৮.৩০ কোটি টাকা। এ দিন তারা ৬২৫.১৩ কোটি টাকার শেয়ার কিনেছে।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪