ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

লং লেগড ডোজি ক্যান্ডেলের আবির্ভাব, সূচকে রিভার্সালের সম্ভাবনা


নিউজ ডেস্ক
84

প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৮
লং লেগড ডোজি ক্যান্ডেলের আবির্ভাব, সূচকে রিভার্সালের সম্ভাবনা



স্টাফ রিপোর্টার: ২৩ অক্টোবর, মঙ্গলবার বাই ও সেল প্রেশারের সমন্বয়ে সূচকে অনিশ্চয়তার সৃষ্টি হয়। ফলে সূচকে লং লেগড ডোজি ক্যান্ডেল তৈরি হয়। লং লেগড ডোজি ক্যান্ডেল টার্নিং পয়েন্ট নির্দেশ করে। সূচক আজ গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলের নিচে অবস্থান করলেও শক্তিশালীভাবে ব্রেক ডাউন করতে পারেনি। ফলশ্রুতিতে ডোজি ক্যান্ডেলের আবির্ভাব হয়েছে। আগামীকাল যদি মার্কেটে বাইয়ার চলে আসে তাহলে এই লেভেল থেকে সূচকের উঠে যাওয়ার সম্ভাবনা আছে। অন্যথায় সূচক আরও অনেক নিচে চলে যাবে বলে ধারণা করা যায়। যেহেতু লং লেগড ডোজি ক্যান্ডেলটি রিভার্সাল নির্দেশ করে এবং একই সাথে যেহেতু ক্যান্ডেলটি সাপোর্ট লেভেলে তৈরি হয়েছে সেহেতু এই লেভেল থেকে রিট্রেস করে সূচকের উপরে উঠে যাওয়ার সম্ভাবনাই বেশি। দিন শেষে সূচক আজ ০.৭২ পয়েন্ট বা ০.০১% বেড়েছে।

আরও পড়ুন:

বিষয়: