গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনে সূচক, পরর্বতী গন্তব্য কোথায়
নিউজ ডেস্ক
67
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৮
স্টাফ রিপোর্টার: ২২ অক্টোবর, সোমবার সূচকে শুরুতে কিছুটা বাই প্রেশার থাকলেও পরবর্তীতে ব্যাপক সেল প্রেশার চলে আসে। ফলে দিন শেষে সূচক ৭৯.২২ পয়েন্ট বা ১.৪৯% কমে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। সূচক বর্তমানে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলে অবস্থান করছে।
টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী সূচকের বর্তমান সাপোর্ট ৫২৬৫ লেভেলে। সূচকের পরবর্তী সাপোর্ট ৫০০০ লেভেলে। টানা ২ দিন বেয়ারিশ ক্যান্ডেলের আবির্ভাবের মাধ্যমে সূচকে অস্থিরতা সৃষ্টি হয়। সূচক আজ সাপোর্ট লেভেল কিছুটা ক্রস করলেও পুরোপুরিভাবে করতে পারেনি। আগামীকাল যদি একই অবস্থা বজায় থাকে তাহলে সূচক সাপোর্ট ব্রেক ডাউনের মাধ্যমে অনেক নিচে চলে যাবে। তবে কোনও ক্রমে যদি আগামীকাল যথেষ্ট পরিমাণ বাইয়ার চলে আসে তাহলে সাপোর্ট লেভেল থেকে রিট্রেস করার সম্ভাবনাও আছে সূচকের।
এদিকে ভলিউম ও লেনদেন কম হওয়ার সার্পোট জোন থেকে সূচক শর্টটার্মে আপট্রেন্ডে অথবা সাইডওয়েজে যেতে পারে।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪