দর বাড়ার শীর্ষে সেন্ট্রাল ফার্মা
নিউজ ডেস্ক
69
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৮
স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২২,অক্টোবর) ৮.৮২ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা শেয়ার প্রতি দাম বৃদ্ধি পেয়ে দাম বাড়ার শীর্ষে (টপটেন গেইনার) উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লি.।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে ।
ডিএসই সূত্র অনুযায়ী, ২২ অক্টোবর,১৮ শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৭০ পয়সা দামে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৯০ ট্রেডে ৮ লাখ ৭২ হাজার ৪৫৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা।
ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ১৩ টাকা ৭০ পয়সা থেকে ১৪ টাকা ৯০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ১০টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ২৪ টাকা ৫০ পয়সা।
গেইনারে ৭.৯০ শতাংশ বা ৩২ টাকা ০০ পয়সা শেয়ার প্রতি দাম বৃদ্ধি পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল মিলস্ লিমিটেড।কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ৪১০ টাকা ০০ পয়সা থেকে ৪৩৯ টাকা ৩০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ২১২টাকা ০০ পয়সা ও সর্বোচ্চ ৫৪৮টাকা ৮০ পয়সা।
[caption id="attachment_5529" align="alignnone" width="1006"] ডিএসই[/caption]
গেইনারে ৭.৫৯ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা শেয়ার প্রতি দাম বৃদ্ধি পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্সুরেন্স লিমিটেড। কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ২৪ টাকা ০০ পয়সা থেকে ২৬ টাকা ০০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ১৯ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ ৩১ টাকা ৮০ পয়সা।
গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-লিব্রা ইনফিউশনস লি., আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড, এটলাস বাংলাদেশ লি., প্রগতি ইন্সুরেন্স লি., ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লি., ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি.।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪