ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

লং-লেগড ডোজি ক্যান্ডেলে সূচকে রিভার্সালের সম্ভাবনা


নিউজ ডেস্ক
68

প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৮
লং-লেগড ডোজি ক্যান্ডেলে সূচকে রিভার্সালের সম্ভাবনা



স্টাফ রিপোর্টার: ১৮ অক্টোবর, বৃহস্পতিবার সূচকে বাই ও সেল প্রেশারের সমন্বয়ে লং-লেগড ডোজি ক্যান্ডেল দেখা গেছে। লং-লেগড ডোজি ক্যান্ডেলটি টার্নিং পয়েন্ট নির্দেশ করে। এর ফলে সূচক রিভার্সালের মাধ্যমে বুলিশ অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা জাগ্রত হচ্ছে। বিগত কিছুদিন ধরে সূচক ট্রেন্ড লাইন বজায় রেখে চলছিল। সূচকে বেয়ারিশ অবস্থা দুর্বল হওয়ায় তা বেশিদিন স্থায়ী হবেনা বলে আগেই ধারণা পাওয়া গিয়েছিলো। তারই ফলশ্রুতিতে আজ সূচকে ডোজি ক্যান্ডেল দেখা যায়। আগামী কার্যদিবসে যদি যথেষ্ট পরিমাণ বাইয়ার চলে আসে তাহলে সূচকে বুলিশ ক্যান্ডেল দেখা যেতে পারে। হাইকিন আশি চার্ট অনুযায়ী সূচকে পরপর ৪ দিন বেয়ারিশ ক্যান্ডেল দেখা গেছে। আগামী কার্যদিবসে যদি সূচক বৃদ্ধি পায় সেক্ষেত্রে হাইকিন আশি চার্টে নিউট্রাল ক্যান্ডেল চলে আসার সম্ভাবনাই বেশি। তবে সূচক যদি ব্যাপকভাবে বৃদ্ধি পায় সেক্ষেত্রে বুলিশ ক্যান্ডেলও চলে আসতে পারে। সাপ্তাহিক চার্ট অনুযায়ী সূচক বেয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে ২০০ দিনের ওয়েটেড মুভিং এভারেজে (ডাব্লিউএমএ-২০০) এসে বাঁধাগ্রস্থ হয়েছে। যেহেতু এই এভারেজটিকে ব্রেক আউট বা ব্রেক ডাউন করা কঠিন সুতরাং আগামী সপ্তাহে সূচক রিট্রেস করে উপরে উঠে যেতে পারে। তবে সূচক বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে ৪০ দিনের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ (ইএমএ-৪০) বাঁধা হিসেবে কাজ করবে।

আরও পড়ুন:

বিষয়: